Monday, January 12, 2026

প্রথম বার নদীতে অলিম্পিক্সের উদ্বোধন স্মরণীয় করতে চাইছে ফ্রান্স

Date:

Share post:

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্সের। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রথম বার নদীতে হবে প্যারেড। স্যেন নদীতে হবে পুরো অনুষ্ঠান। কিন্তু জানলে অবাক হবেন, ৪৫ মিনিটের প্যারেডের জন্য সাড়ে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রীড়াবিদদের। জানা গিয়েছে, পুরো উদ্বোধনী অনুষ্ঠান হবে ৭ ঘণ্টা ৪০ মিনিট ধরে। গেমস ভিলেজের দরজা থেকে অন্তত ৯৪০ মিটার হাঁটতে হবে ক্রীড়াবিদদের। গেমস ভিলেজের একেবারে শেষ প্রান্তে যারা রয়েছেন তাদের ২ কিলোমিটারের বেশি হাঁটতে হবে। তার পরে দীর্ঘ অপেক্ষা।

আয়োজকদের তরফে জানা গিয়েছে,প্রায় সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রীড়াবিদদের। নদীতে নৌকায় তারা থাকবেন মাত্র ৪৫ মিনিট। ৯৪টি নৌকায় উদ্বোধনী প্যারেড হবে। তাতে থাকবেন প্রায় সাত হাজার প্রতিযোগী। একের পর এক নৌকা ছাড়বে। তাই প্রতিযোগীদের অপেক্ষা করতে হবে। সেই সময় তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য খাবারের ব্যবস্থা থাকছে। ফল, শুকনো খাবার, জল ও লাইফ জ্যাকেট দেওয়া হবে প্রতিযোগীদের।

যদিও উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে খোলসা করে কিছু বলেন না আয়োজকরা। জানা গিয়েছে, বিখ্যাত গায়িকা সেলিন ডিয়ন গাইবেন। ইতিমধ্যেই তিনি প্যারিসে পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। প্রায় পাঁচ লক্ষ দর্শক দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম বার নদীতে উদ্বোধন স্মরণীয় করতে চাইছে ফ্রান্স।

 

spot_img

Related articles

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...

SIR আতঙ্ক কাড়ল তিন প্রাণ! বাদুড়িয়া থেকে কালিয়াগঞ্জ, জেলায় জেলায় মৃত্যুমিছিল

শিয়রে এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। আর সেই সংশোধনীর গেরোয় পড়ে ভোটাধিকার হারানোর আশঙ্কায় কি...

প্রভাতী মঙ্গলারতি আর ভক্তের ভিড়, বেলুড়ে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে স্বামীজি স্মরণ

গঙ্গার পাড়ে ভোরের আলো ফুটতেই বেজে উঠল শঙ্খ। রামকৃষ্ণদেবের মঙ্গলারতির পবিত্র ধ্বনিতে শুরু হল স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদ্‌যাপন।...