Wednesday, May 7, 2025

দূষিত নদী হিসেবে পরিচিত শ্যেন, দূষণ মুক্ত করে বর্ণাঢ্য অলিম্পিক্সের উদ্বোধনী

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। স্যেন নদীর বুকে উদ্বোধন হয় ঝাঁ-চকচকে প্যারিস অলিম্পিক্স। যা নজর কেড়েছে। স্যেন নদীকে কেন্দ্র করে এইবার প্যারিস অলিম্পিক হচ্ছে। যা অভিনব। কিন্তু তার জন্য ইউরোপের অন্যতম দূষিত নদী হিসেবে পরিচিত শেনকে দূষণ মুক্ত করা হয়েছে বহু ইউরো ব্যয় করে। কয়েক শত বছরের পুরনো প্যারিসের স্টর্ম ড্রেনেজ সিস্টেম আমূল পরিবর্তন করা হয়েছে।

প্যারিসের মহিলা মেয়র এনি হিদালগো ঘোষণা করেছিলেন, অলিম্পিক্সের আগে স্যেন নদীকে তিনি এমন পরিষ্কার ও দূষণ মুক্ত করবেন, যে মানুষ স্নান করতে পারবে। সাঁতার কাটতে পারবে। এমনকি অলিম্পিক্সে সাঁতার-সহ কিছু ওয়াটার স্পোর্টস এই নদীতে হবে। অনেকেই তাঁর কথা বিশ্বাস করেনি। কিন্তু প্যারিসের মেয়র তা করে দেখিয়েছেন। নদীর ৮ কিলোমিটার সম্পূর্ণ দূষণ মুক্ত। মানুষ আনন্দে নদীতে সাঁতার কাটতে নেমেছে ১০০ বছর পরে। হিডালগো নিজেও নদীতে নেমে সাঁতার কেটেছেন।

এই নদীতেই গতকাল পিভি সিন্ধুদের হাতে ভারতীয় পতাকা শোভা পেয়েছে অলিম্পিক্সের সূচনায়।উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে স্যেন নদীর বুকে প্রায় ৬-৭ হাজার অ্যাথলিটের প্যারেড এগিয়েছে। জাতীয় পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নিয়েছেন অংশগ্রহণকারী সব দেশের প্রতিযোগীরা। তেরঙা হাতে ভারতের প্রতিনিধিত্ব করেন দুই তারকা পিভি সিন্ধু ও শরৎ কমল। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথমবার স্টেডিয়ামের বাইরে নদীর বুকে সফলভাবে সম্পন্ন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। গ্লোবাল সুপারস্টার লেডি গাগার স্পেশাল পারফরম্যান্স প্রেমের শহরে আরও রং ছড়ায়। বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানও শামিল হলেন উৎসবে। অলিম্পিক মশাল ছিল তাঁর হাতে।

আরও পড়ুন- অলিম্পিক্সে শুটিংয়ের ফাইনালে ভারতের মানু ভাকের


spot_img

Related articles

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...