Saturday, August 23, 2025

ফের বিজেপিতে ধস! তৃণমূলে যোগদানের হিড়িক তিন জেলায়

Date:

Share post:

প্রতিদিন তাসের ঘরের মতো ভাঙছে বিজেপি। জেলায় জেলায় যোগদানের হিড়িক পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। কেন্দ্রের একের পর এক বঞ্চনার প্রতিবাদ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার উন্নয়নের ধারায় শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন কর্মীরা।

কোচবিহারের তুফানগঞ্জ, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এবং দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিজেপিতে বিরাট ধস নামে। শনিবার কুলতলির মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংসদ প্রতিমা মণ্ডল ও বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেন বিজেপির সহস্রাধিক কর্মী। কোচবিহারের তুফানগঞ্জের ২ ব্লকের বারোকোদালি ১ অঞ্চলের প্রধান সুদর্শন রায়-সহ দুই পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ ও অঞ্জনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শুক্রবার রাতে তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সুদর্শন রায় বলেন, বিজেপি দলে থেকে গ্রামের উন্নয়ন সম্ভব নয়। তা বুঝেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি হারের পর থেকে দলে দলে গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷এর ফলে তৃণমূল কংগ্রেসের হাতে আসে আরও একটি পঞ্চায়েত। এদিকে সামশেরগঞ্জের নিমতিতার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক আমিরুল ইসলাম।

কুলতলিতে তৃণমূলে যোগদানের পর সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, বাংলার প্রতি কেন্দ্রের একের পর এক বঞ্চনার পরেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়নের জারি রয়েছে। বিজেপির কর্মীরা তাঁদের ভুল বুঝতে পেরে তৃণমূলে আসছেন। বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন, নির্বাচনী প্রচারে এসে বিজেপির নেতারা রীতিমতো ভাঁওতা, মিথ্যাচার করে গেছেন৷ বিজেপি কর্মীরা বুঝেছেন তাঁদের এতদিন ভুল বোঝানো হয়েছে৷

আরও পড়ুন- শীঘ্রই জিআই ট্যাগ পাবে কলকাতা জুয়েলারি, জানালেন MSME- এর জয়েন্ট ডিরেক্টর 

 

spot_img

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...