ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। সেখানকার একটি পার্কে বহু মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছিলেন। সেখানেই আচমকা গুলি চলতে শুরু করে। রবিবার বিকেলে নিউইয়র্ক পুলিশের কাছে ফোন যায়। সকলে ভয়ে পালাতে থাকেন এবং অনেকের গায়ে বুলেট লেগেছে।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিউইয়র্কের রচেস্টারসিটির একটি পার্কে এই ঘটনা ঘটেছে। বন্দুকধারীর পরিচয় এখনও জানায়নি পুলিশ।

ঘটনায় ২০ বছরের এক যুবকের মৃত্য়ু হয়েছে।আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত গুরুতর নয়। তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বন্দুকধারীর পরিচয় এখনও জানায়নি পুলিশ। ঘটনাস্থলে একাধিক অঞ্চলের পুলিশ উপস্থিত হয়েছে। গোটা এলাকা তারা ঘিরে দিয়েছে। বন্দুকধারীকে আদৌ গ্রেফতার করা গিয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়। ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ ফের বন্দুকের লাইসেন্স অবাধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনও পর্যন্ত সেটি সেভাবে কার্যকর হয়নি। আর তার মধ্যেই একের পর এক ঘটনা ঘটে চলেছে আমেরিকায়।
এই হামলার তদন্তে নেমেছে একাধিক পুলিশ বিভাগ। আয়রনডেকোয়েত পুলিশ, মনরোই কাউন্ট্রি শেরিফস, রোচেস্টার পুলিশ ও নিউইয়র্ক স্টেট পুলিশ যৌথভাবে গোটা ঘটনার তদন্তে নেমেছে।উল্লেখ্য, আমেরিকার মাটিতে এই ধরনের হামলার ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগে দফায় দফায় আমেরিকার নানা প্রান্তে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত ২১ জুলাই রবিবার এমনই ঘটনা ঘটেছিল মিসিসিপির এক নাইটক্লাবে।

