Wednesday, November 12, 2025

রেলট্র্যাকে মৃত্যু মিছিল থামবে কবে? হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনায় ট্যুইট মমতার

Date:

Share post:

প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের সিরিজ ভারতীয় রেলে (Indian Railways)। রেল ট্র্যাকে মৃত্যু মিছিল থামবে কবে? মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ( (12810 Howrah-CSMT Mail) দুর্ঘটনায়, ভারতীয় রেলের উদাসীনতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলের সকালে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে লাইনচ্যুত হয়েছে অন্তত ১৮টি বগি। চলছে উদ্ধার কাজ। মৃত এবং আহতদের সংখ্যা লাফিয়ে বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বাংলা থেকে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। গত দু’মাসে এই নিয়ে তিনটি রেল দুর্ঘটনা। পরপর ট্রেন দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এ কেমন সরকার? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেললাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার কি শেষ থাকবে না?!’ এর পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

রেল সূত্রে খবর এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান চক্রধরপুরের কাছে অন্য একটি ট্র্যাকে থাকা মালগাড়ি লাইনচ্যুত হয়ে মুম্বইগামী ট্রেনের সামনে চলে এলে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব। হাওড়া-সহ একাধিক জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস রেল কর্তৃপক্ষের। ঝাড়খণ্ডের দিকে রওনা দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র আধিকারিকরা।


spot_img

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...