Saturday, December 20, 2025

লিখিত আশ্বাসেই উঠল অবরোধ! ৫ ঘণ্টা পর স্বাভাবিক ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল

Date:

Share post:

পাঁচ ঘণ্টা পর রেল (Rail) আধিকারিকদের থেকে আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ উঠল ডায়মন্ড হারবার (Diamond Harbour) স্টেশন থেকে। তবে পরিস্থিতি এখনই পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে শেষ পাওয়া খবর শিয়ালদহ স্টেশন থেকে ইতিমধ্যে একটি ডায়মন্ড হারবার লোকাল ছেড়েছে‌। বুধবার ভোরে প্রতিদিন ভোরে ট্রেন দেরিতে চলার অভিযোগ তুলে লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। ঘটনার জেরে বুধবার সকাল থেকেই শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোর থেকেই বাতিল হয় একের পর এক ডায়মন্ড হারবার লোকাল। যার ফলে দিনের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

বিক্ষোভকারীদের দাবি, প্রতিদিন ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলে। তবে ট্রেন দেরিতে চলার কারণ হিসাবে রেলগেটের সমস্যাকেই কাঠগড়ায় তুলেছে পূর্ব রেল। বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্টেশন কর্তৃপক্ষকে বারবার অসুবিধার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বুধবার অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শুধু ডায়মন্ড হারবার নয় ওই শাখার নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করছেন যাত্রীরা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকেরা, সঙ্গে ছিল জিআরপিএফও। বিক্ষুব্ধ যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশও। দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে তারা। যদিও বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি না মানলে অবরোধ তোলার কোনও প্রশ্নই নেই। লিখিত আশ্বাস পেলেই অবরোধ তুলবেন তাঁরা।

তবে এদিন অনেক বোঝানোর পর সকাল সাড়ে ১০টা নাগাদ অবরোধ তোলেন যাত্রীরা। রেল সূত্রে খবর, সময় মতো রেলগেট বন্ধ করা যায় না। সেই কারণে অনেক রেলগেটের আগেই ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরিষেবা ব্যাঘাত ঘটে।


spot_img

Related articles

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...