Saturday, May 3, 2025

ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার স্মৃতি! দেড় মাসের মধ্যেই ফের রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি

Date:

Share post:

চূড়ান্ত ব্যর্থতা রেলের (Indian Railways)! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express) দুর্ঘটনার দেড়মাস কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা ফাঁসিদেওয়ার রাঙাপানিতে (Rangapani)। বুধবার সকালে আচমকাই লাইনচ্যুত মালগাড়ির (Goods Train) ২ বগি। তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে মালগাড়ি বেলাইন হওয়ার কারণে আপাতত ওই লাইনে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। অন্যদিকে, মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ট্রেনের অন্তত ১৮টি কামরা। তবে লাগাতার ট্রেন দুর্ঘটনায় একেবারেই নজর নেই মোদি সরকারের। বুধবার সংসদে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লাগাতার ট্রেন দুর্ঘটনা নিয়ে আক্রমণ শানান বিরোধীরা। অবিলম্বে রেল মন্ত্রীকে লাগাতার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায় বলে খবর। তবে হতাহতের খবর মেলেনি। কিন্তু দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার পর কেন কোনও পদক্ষেপ নিল না রেল তা নিয়ে উঠছে প্রশ্ন। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

গত ১৭ জুন, সোমবার আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। চারটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।


spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...