Thursday, August 21, 2025

খতম হামাস প্রধান! মধ্যপ্রাচ্যে চড়ছে যুদ্ধের পারদ

Date:

Share post:

দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে হামাস প্রধানের মৃত্যুর খবরের গুঞ্জন মধ্যপ্রাচ্যে। ইজরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের (Ismail Haniyeh) মৃত্যুর হওয়ার খবর ছড়াতেই ফুঁসতে শুরু করেছে হেজবুল্লা থেকে রাশিয়া। একদিকে হামাসের (Hamas) পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনও রক্ত বিফলে যাবে না। অন্যদিকে রাশিয়া দাবি করেছে এই রাজনৈতিক হত্যা মেনে নেওয়া যায় না।

ইজরায়েলি কড়া অনুসন্ধান অভিযানে ইরানের তেহরানে নিজের বাসস্থানেই মৃত্যু হয়েছে ইসমাইল হানিয়ের, দাবি করেছে হামাস। এমনকি বিশ্বাসঘাতকতা করা মারারও দাবি করা হয়েছে। আর এই হত্যার পরেই ফের সংগঠিত হওয়া শুরু করেছে মধ্য প্রাচ্যের মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি। হেজবোল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হত্যায় প্রতিরোধবাহিনীর দৃঢ়তা ও প্রত্যয় আরও বাড়বে। তারা আরও সংগঠিত হয়ে নৃশংস হামলার জন্য মানসিক জোর পাবে। হামাসের নিহতদের নিজেদের ভাই হিসাবে দাবি করেছে তারা। নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে হুথি জঙ্গিরাও।

হানিয়ের মৃত্যুর হলেও তার দেহ উদ্ধার করতে পারেনি ইজরায়েলি বাহিনী। একদিকে হন্যে হয়ে দেহ খুঁজছে ইজরায়েলি বাহিনী। অন্যদিকে টেল আভিভের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তেহরান থেকে বেইরুটের ইজরায়েলিদের জন্য। এই হত্যার পরে তাঁদের উপর প্রতিহিংসার আগুন নেমে আসতে পারে বলে সন্দেহ করা হয়েছে।

বিশ্বের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে হানিয়ের মৃত্যু। একদিকে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস দাবি করেছেন ইজরায়েলের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার রয়েছে। অন্যদিকে রাশিয়া নিন্দা করেছে এই হত্যার। মধ্যপ্রাচ্যের শক্তিগুলির দাবি, এই হত্যায় ইজরায়েলে শান্তি প্রস্তাবের রাস্তা আরও আটকে গেল। কাতারের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই ঘটনার।

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...