Sunday, January 11, 2026

GST-তে বাড়ছে জীবনের অনিশ্চয়তা, নির্মলাকে চিঠি নিতিন গড়করির

Date:

Share post:

সাধারণ মানুষের জীবন তিলে তিলে শেষ করার যে পন্থা কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে, এবার তার বিরুদ্ধে সরব হলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীন বিজেপি নেতা নিতিন গড়করি। স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি কমানোর আবেদন জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন তিনি। লোকসভা থেকে রাজ্যসভা – যেভাবে বিরোধীরা বারবার সরব হচ্ছেন কেন্দ্রের জনবিরোধী বাজেট নিয়ে, তা যে কতটা যুক্তিসঙ্গত তা প্রমাণ করে দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিই।

কেন্দ্রীয় বাজেটে জীবনদায়ী ওষুধ নিয়ে তেমনভাবে সুখবর দিতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার উপর এবারের বাজেটে বাড়িয়ে দেওয়া হয়েছে জীবন ও চিকিৎসা বিমার উপর জিএসটি। জীবন বাঁচানোর জন্য যে বিমা সাধারণ মানুষ করে থাকেন তার উপরে কেন্দ্র ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে। এর আগে এলআইসির মতো সংস্থাকে দায়িত্ব নিয়ে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলে জীবন বিমা সংক্রান্ত লগ্নিতে আগ্রহ কমেছে ভারতীয়দের।

তারপরেও চিকিৎসা বিমা করেন দেশের মানুষ, বিপদের সময়ে জীবন বাঁচানোর স্বার্থে। এবার তার উপরও ১৮ শতাংশ জিএসটির বোঝা সেই বিমাতেও মানুষের আগ্রহ কমাবে বলে দাবি বিমা সংস্থার কর্মীদের। নাগপুর ডিভিশনাল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে নিতিন গড়করিকে একটু স্মারকলিপি দেওয়া হয়। সেখানে তাঁরা ১৮ শতাংশ জিএসটি কমানোর আবেদন জানান। সেই স্মারকলিপির প্রেক্ষিতে অর্থমন্ত্রীকে চিঠি লেখেন নিতিন গড়করি। তিনি দাবি করেন, জীবন বিমার উপরে জিএসটি চাপানোর অর্থ জীবনের অনিশ্চয়তার উপরে কর চাপানো।

সেই সঙ্গে চিঠিতে তিনি দাবি করেন, কোনও ব্যক্তি যিনি নিজের পরিবারের রক্ষার্থে জীবন বিমার পথে যান, তাঁর উপরে কর চাপানো তাঁর জীবনের অনিশ্চয়তাকে বাড়িয়ে দেয়। একইভাবে চিকিৎসা বিমার উপর জিএসটির বোঝা চাপালে সেই ব্যবসাতেও প্রবল ক্ষতির মুখে পড়েন এই ক্ষেত্রের কর্মীরা, জানান গড়করি।

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...