Monday, November 10, 2025

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন? অলিম্পিকের উদাহরণ তুলে সংসদে প্রশ্ন মমতাবালার

Date:

Share post:

দেশের ১১৭ জন খেলোয়াড় যারা অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের কোনও ধর্ম বা ভাষা-জাতির করা হয়নি, এটাই ভারতের সংস্কৃতির উদাহরণ। তবে কেন নাগরিকত্ব দেওয়ার সময় সেই ভেদাভেদ করা হবে, রাজ্যসভায় প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সত্যিই যদি দেশের নাগরিকত্ব দেওয়া হয় তবে তাতে যেন কোনও শর্ত না থাকে, সংসদে দাবি জানান মমতাবালা ঠাকুর।

রাজ্যসভায় শুক্রবার সাংসদ মমতাবালা ঠাকুর উল্লেখ করেন, দেশের ১১৭ খেলোয়াড় দেশের নাম নিয়েই অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন। তাঁদের ধর্ম-জাতি-ভাষার বিভেদ নিয়ে প্রশ্ন তোলা হয়নি। সারাদেশের মানুষ তাঁদের সমর্থন জানিয়েছেন। আমাদের দেশের এটাই বিশেষত্ব যে খেলাধূলা, শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব ক্ষেত্রেই প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান।

সেখানেই তিনি প্রশ্ন তোলেন দেশের নাগরিকদের ধর্ম, ভাষা, উপ-জাতীয় পরিচয়, জাতির ভিত্তিতে ভেঙে দেওয়ার প্রচেষ্টা নিয়ে। তিনি দাবি করেন, “এই ক্ষেত্রগুলি তুলে ধরে বা অন্যান্য ক্ষেত্রের ভিত্তিতে তাঁদের নিজের পরিচয় বিবরণ দেখাতে বাধ্য করা অযৌক্তিক।”

সেই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি করেন, “যদি দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছাই থাকে তবে তা যেন কোনও শর্তের ভিত্তিতে না দেওয়া হয়। তাঁদেরকে কাগজ দেখানো, ফর্ম ফিলাপ করা ও মিথ্যে তথ্য পেশ করা নিয়ে জোর করার এই খেলা – যা শুরু হয়েছে, তাকে আমি ধীক্কার জানাই।”

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...