Thursday, August 21, 2025

বেপরোয়া গতির জের! যোগীরাজ্যে মহিলাকে পিষে মারল নাবালকের বিলাসবহুল গাড়ি

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে যোগীরাজ্য (Yogi State)! ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুর (Kanpur)। সূত্রের খবর, নাবালকের বেপরোয়া গাড়ির পিষে মারল এক মহিলাকে। মহিলা মেয়েকে নিজের স্কুটিতে চাপিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। তখনই বন্ধুবান্ধবীদের নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে মারাত্মক কাণ্ড ঘটায় ১৭ বছরের অভিযুক্ত কিশোর। ঘটনাস্থলে মহিলার মৃত্যু হলেও মৃত মহিলার ১২ বছরের কিশোরী মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে বলে খবর। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল নাবালকের থেকে জানার চেষ্টা করছে পুলিশ। তবে এমন দুর্ঘটনায় ফের যোগীরাজ্যে মহিলা নিরাপত্তা প্রশ্নের মুখে।

পুলিশ সূত্রের খবর, মেয়েকে নিয়ে স্কুটিতে করে হাসপাতালে যাচ্ছিলেন ওই মহিলা। উল্টোদিক থেকে আসছিল বিলাসবহুল গাড়িটি। তারপরই ওই মহিলাকে পিষে দেওয়া হয়। ইতিমধ্যে দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে বেপরোয়া গতির গাড়িটি নিমেষে ওই স্কুটি চালক মহিলাকে পিষে দেয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির চালকের আসনে ছিল এক নাবালক। দুই বান্ধবী ও এক বন্ধুকে নিয়ে ঘণ্টায় ১০০ কিমি বেগে ছুটছিল গাড়িটি। গাড়ি নিয়ে স্টান্টবাজি দেখাতে গিয়েই স্কুটি চালক মহিলাকে পিষে দেয় ওই কিশোর। তবে শুধু স্কুটিই নয়, আরও দুটি গাড়িকে ধাক্কা মেরেছিল সেটি। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে অভিযুক্ত কিশোরকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

পুলিশ নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত নাবালকের বাবা জানিয়েছেন, তাঁকে না জানিয়েই বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল ছেলে। তবে কীভাবে এমন ঘটনা ঘটল সেবিষয়ে কিছুই জানা নেই। অন্যদিকে অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতর পরিবার।


spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...