ফের ট্রেন দুর্ঘটনা! রবিবার অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh )বিশাখাপত্তনম (Visakhapatnam) স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে (Korba Express) আচমকাই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। দাউ দাউ করে জ্বলছে এক্সপ্রেসের চারটি কামরা। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রবিবার সকালে কোরবা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে দাঁড়িয়েছিল। আচমকাই এক্সপ্রেসে আগুন লেগে যায়। সূত্রের খবর, এদিন ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নামছিলেন। সে সময়ই আচমকা একটি এসি কোচে আগুন ধরে যায়। আগুন পাশের কামরাগুলিতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মুহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ১ কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। তাঁরাই খবর দেন রেল কর্তৃপক্ষকে। সেই আগুন বি৬ এবং বি৭ কামরায় ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয়। তারপর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


বিশাখাপত্তনম থেকেই ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল। তবে ইতিমধ্যে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অন্য একটি ট্রেনে চাপিয়ে তিরুপতি নিয়ে যাওয়া হবে বলে খবর। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস রেলের। উল্লেখ্য, গত কয়েক দিনে লাগাতার ট্রেন দুর্ঘটনার ঘটনা প্রকাশ্যে এসেছে। পরপর দুর্ঘটনার কারণে যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রেল। ইতিমধ্যে রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধীরা। তবে লাগাতার মোদি সরকার ‘কবচ’-র বুলি আওড়ালেও বাজেটে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কিছুই ঘোষণা করেনি মোদি সরকার। যার জেরে প্রতিদিনই ট্রেন দুর্ঘটনা ঘটছে।