Saturday, November 8, 2025

বৃষ্টির হাত থেকে রেহাই নেই! সোমেই সপ্তাহভর দূর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain)। সোমবার এমনই সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী ৬ থেকে ৮ অগাস্ট বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে কলকাতায় (Kolkata)।

তবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে বলেই খবর। মূলত, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন। বিশেষ করে সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও বাড়ছে। গত সপ্তাহ থেকে টানা বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, রবিবার রাত পর্যন্ত ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। সেই কারণে বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...