Saturday, November 8, 2025

প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের, জার্মানির কাছে হারল ৩-২ গোলে

Date:

Share post:

না হল না এবারও। হল না নজির গড়া। প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের। জার্মানির কাছে হরমনপ্রীত সিংরা হারল ৩-২ গোলে। এর হারের ফলে ফাইনালে ওঠা হল না ভারতীয় পুরুষ হকি দলের। তবে অলিম্পিক্সে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা।

১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে শেষবার হকির ফাইনালে উঠেছিল ভারত। প্যারিস অলিম্পিক্সে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল আপামোর ভারতবাসী। কিন্তু হল না। শেষমেশ ম্যাচ হারে ভারত ৩-২ গোলে। ম্যাচে একাধিকবার পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। তবে দুটি গোল হয় পেনাল্টি থেকেই। সেমিফাইনালে আগ্রাসী ভাবে শুরু করে ভারতীয় দল। জার্মানির রক্ষণে ক্রমাগত চাপ তৈরির চেষ্টা করে তারা। ম্যাচের ৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের বাকি সময় সমানে সমানে লড়াই হলেও গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন জার্মানি। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান গঞ্জালো পিলেট। ২৭ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার রুয়ের। এরই মধ্যে সমতা ফেরায় ভারত। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নারে হরমনপ্রীতের ফ্লিকে স্টিক ছুঁয়ে সমতা ফেরান সুখজিৎ সিং। তবে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ৫৪ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মার্কো। এরপর ম্যাচের শেয মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারতীয় দল। জার্মানির গোলরক্ষক দারুণ ভাবে বাঁচিয়ে দেন।

আরও পড়ুন- নজির গড়লেন বিনেশ, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় কুস্তিগির


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...