Saturday, August 23, 2025

ফোগতের লড়াইকে কুর্নিশ: কুস্তিগিরকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি অভিষেকের

Date:

Share post:

মাত্র ১০০ গ্রাম না কি ওজন বেশি! এই কারণ শুধু পদক ছাড়াই হয় অলিম্পিক থেকেই ছিটকে গেলেন প্রতিবাদী কুস্তিগির ভিনেশ ফোগত (Vinesh Phogat)। এই বিষয় নিয়ে রহস্যদানা বেঁধেছে। দেশজুড়ে বিক্ষোভের ঢেউ। এই মধ্যেই ভিনেশের পাশে দাঁড়িয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে ভিনেশকে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানান তৃণমূল সাংসদ।বুধবার, সন্ধেয় নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“অসাধারণ দক্ষতার জন্য ভিনেশ ফোগতকে ভারতরত্ন প্রদান অথবা তাঁকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করার বিষয়ে সরকার ও বিরোধীদের একজোট হয়ে উপায় খুঁজে বের করা উচিত। তিনি যে বিশাল লড়াইয়ের করেছেন তার জন্য আমরা এটুকুই করতে পারি। কোনও পদকই তাঁর সত্যিকারের দক্ষতাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না।“

ভিনেশের ঘটনা নিয়ে এদিন সংসদেও বিক্ষোভ দেখান তৃণমূল-সহ ইন্ডিয়ার সাংসদরা। লোকসভাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন। বিরোধী সাংসদদের দাবি, যেভাবে নাটকীয় টেকনিকাল বিষয়কে সামনে এনে ভিনেশ ফোগতকে বের করে দেওয়া হয়েছে তাতে গোটা দেশ বিধ্বস্ত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত এবং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া জোট তাঁর জন্য ন্যায়ের দাবিতে দৃঢ় অবস্থান নিচ্ছে বলে জানান সাংসদরা।

এর পরেই ভিনেশের জন্য দেশের সর্বোচ্চ সম্মানের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...