Saturday, November 8, 2025

প্রাণভয়ে ভারতে প্রবেশের চেষ্টা! সীমান্তে ভিড় বাড়ছে বাংলাদেশি হিন্দুদের 

Date:

Share post:

অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণের আগে পরিস্থিতি একটু আয়ত্তে এলেও এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। এবার হামলা, অশান্তির হাত থেকে প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন শয়ে শয়ে শরণার্থী। ভারত বাংলাদেশ- সীমান্তে (Bharat Bangladesh Border) সেই ছবিই ধরা পড়েছে। যদিও কাঁটাতার পেরিয়ে ভারতে আসার চেষ্টা করলেও বিএসএফের চেষ্টায় সীমান্ত পেরতে পারেনি কেউই। কিন্তু কতদিনে পরিস্থিতি আয়ত্তে আসবে তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যে শয়ে শয়ে শরনার্থীদের চাপে বেকায়দায় বিএসএফ (BSF)।

সূত্রের খবর, লাগাতার আক্রমণে অতিষ্ঠ হয়ে রীতিমতো প্রাণভয়ে প্রায় ৩০০ জন বাংলাদেশি হিন্দু এসে বৃহস্পতিবার সকালেই জমায়েত করেন জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে। প্রত্যেকের দাবি ছিল, বিএসএফ পারলে গুলি করে তাঁদের মেরে দিক, কিন্তু তাঁরা দেশে ফিরে যাবেন না। বাংলাদেশের একাধিক গ্রাম থেকে শয়ে শয়ে হিন্দুরা এসে এদিন সীমান্তে ভিড় জমান। তবে বিএসএফ খুব শান্তিপূর্ণভাবে তাঁদের আটকে দেয়।

তবে এমন ঘটনা যে ঘটতে পারে তার আঁচ আগেই পেয়েছিল বিএসএফ। তাই সোমবারের পর থেকেই সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়। এদিন শরণার্থীদের নিজেদের দেশে ফিরে যেতে অনুরোধ করে বিএসএফ। যদিও তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে সীমান্তেই বেশ কয়েক ঘণ্টা বসেছিলেন।

এরপর ভারতের তরফে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে শেষে বিজিবি সীমান্তে এসে সকলকে বোঝায় এবং তাঁদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি ভালভাবেই সামলানো গেছে, কোনও উত্তেজক অবস্থা তৈরি হয়নি। তাঁরা শান্তিপূর্ণভাবেই বিষয়টি সামলাতে পেরেছেন। তবে কতদিন বা কতক্ষণ এই চাপ বিএসএফ সামলাতে পারবে বা আদৌ পারবে কিনা সেদিকে নজর থাকবে।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...