দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের আমন্ত্রকের ভূমিকায় ছিলেন তিনি। রিসেপশনে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি আলোকিত করল নবদম্পতির জীবন। তবে সেই আলোয় কোনওভাবেই ঢাকা পড়লেন না প্রাক্তন স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। তিনিও সোশ্যাল মিডিয়ায় সামলে নিয়ে, শিক্ষা নিয়ে এগিয়ে চলার বার্তা দিলেন।

দীর্ঘদিনের সঙ্গিনী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুলাই মাসেই গাঁটছড়া বেঁধেছিলেন ৫৯ বছর বসয়ী স্নেহাশিস। ৭ অগস্ট ছিল তাঁদের রিসেপশন। সেই রিসেপশনের আমন্ত্রণপত্র নজর কেড়েছিল সবার। সেই আমন্ত্রণ পত্রের প্রেরক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইনি গাঁটছড়া বাঁধার দিন উপস্থিত থাকতে না পারলেও বুধবার রিসেপশনে উপস্থিত ছিলেন সৌরভ।

তবে এই রিসেপশনের আরেক আমন্ত্রণকারী ডোনা গঙ্গোপাধ্যায় বেমালুম লাপতা ছিলেন বুধবার। সৌরভও এসেছিলেন অত্যন্ত সাদামাটা পোশাকে। তবুও সেই নীল শার্টেই তিনি ছিলেন একেবারে আলাদা।

অন্যদিকে বিয়ের আড়ম্বর থেকে অনেক দূরে ছিলেন স্নেহাশিসের প্রাক্তন ঘরনী মোম গঙ্গোপাধ্যায়। নৃত্যশিল্পী বিবাহ বিচ্ছেদের পরেই নিজের জীবন নতুন করে গড়ায় মন দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করে তিনি লেখেন, “আমার দিকের গল্পের আর কোনও গুরুত্ব নেই। জীবন এগিয়ে চলে। আমিও সামলে নিয়েছি। আর সবথেকে বড় কথা আমি শিখে নিয়েছি কে আমার পাশে থাকার যোগ্য, আর কে নয়!” সেইসঙ্গে তাঁর আরেক বার্তা, সব দৃঢ়চেতা নারীর জীবনই কোনও না কোনও কাহিনী নিয়ে তৈরি হয়।
