হল না সোনা জয়, প্যারিস অলিম্পিক্সে রুপো জয় নীরজের

সোনা জয় হল না ভারতীয় অ্যাথলিট তথা টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার। এদিন প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রুপোর পদক জয় নীরজের। এদিন নীরজ দ্বিতীয় থ্রোয়ে নিজের সেরা ৮৯.৪৫ থ্রো করেন ভারতীয় অ্যাথলিট। এই পদকের ফলে অলিম্পিক্সে পরপর পদক জয় নীরজের। এদিকে এই ইভেন্টে সোনা জয় পাকিস্তানের আরশাদ নাদিমের। ফাইনালের দ্বিতীয় থ্রোয়েই ৯২.৯৭ মিটার পার করে দেন নাদিম।

এদিন প্যারিস অলিম্পিক্সে ফাইনালের শুরুটা ভাল হয়নি ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়ার। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান তিনি। দাগে পা লেগে বাতিল হয়ে যায় প্রথম থ্রো। তবে এরই মধ্যে পাকিস্তানের আরশাদ নাদিম নিজের দ্বিতীয় থ্রোয়ে ছোড়েন ৯২.৯৭ মিটার। যা নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। সোনা জিততে হলে নিজের সেরা থ্রো করতে হত নীরজের। যা ৯২.৯৭-এর বেশি। তবে দ্বিতীয় থ্রো ভাল করেন নীরজ। ৮৯.৪৫ মিটার ছোড়েন তিনি। চলতি মরশুমের সেরা থ্রোয় হয় নীরজের। তবে সোনা জয়ের জন্য আরও সেরা পারফরম্যান্স দিতে হত। তবে নীরজের তৃতীয় থ্রো-ও বাতিল হয়। এরপর দ্বিতীয় রাউন্ডেও শুরুটা ভাল হয়নি টোকিও অলিম্পিক্সের সোনার পদক জয়ীয়। চতুর্থ থ্রো-ও বাতিল হয় নীরজের। পরের দুটি থ্রোয়েও দেখা যায় একই ছবি।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে বিনেশের রুপোর দাবি শুনানি আগামিকাল


Previous articleস্নেহাশিসের রিশেপশন আলো করলেন সৌরভ, মোমের দৃঢ়চেতা বার্তা
Next articleপ্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী নীরজকে শুভেচ্ছা মোদি-মমতার