বিশ্ব আদিবাসী দিবসে আজ ঝাড়গ্রামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে আজ ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল থেকেই করা নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে চারপাশ। বৃহস্পতিবার সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রাম যান তিনি। যাত্রাপথে বালিভাষা, লোধাশুলি এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ তাঁকে অভিবাদন জানান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ঝাড়গ্রামে পৌঁছে টুরিস্ট কমপ্লেক্সের অতিথি নিবাসে ওঠেন মুখ্যমন্ত্রী (CM)। আজ বেলা ১২টায় সময় বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রশাসনিক সূত্রে খবর জেলা সফরে আজ একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নব নির্মিত জেলা কালেক্টরেটেরও উদ্বোধন করবেন বলে খবর। এখানে এক ছাদের তলায় প্রশাসনের একাধিক অফিস থাকবে বলে জানা গেছে। এছাড়া বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।


Previous articleশেষযাত্রার প্রথম গন্তব্য বিধানসভা, আজ বিকেলে NRS হাসপাতালে বুদ্ধদেবের দেহদান!
Next articleবাংলার  ফল ও খাদ্য উৎসব- ২০২৪: ফল ও খাবারে বৈচিত্র্যে উদযাপন