Saturday, August 23, 2025

প্যারিস অলিম্পিক্সে সোনার পদক জয়, কয়েক মাস আগে ঠিক মতন অনুশীলন করতে পারছিলেন না নাদিম

Date:

Share post:

গতকাল ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জয় করেন পাকিস্তানের আরশাদ নাদিম। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ডের পাশাপাশি সোনার পদক জয় করেন তিনি। এর সুবাদে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনা জিতলেন নাদিম। পাকিস্তানের ক্রীড়া ইতিহাসে নতুন ইতিহাস লেখেন তিনি।

অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো। শেষ প্রচেষ্টাতেও নাদিম থ্রো করেছেন ৯১ মিটারের বেশি দূরত্বে। অলিম্পিক্সের যাত্রাপথ সুগম হলেও, তার আগের যাত্রা বেশ কঠিণই ছিল পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারের। কয়েক মাস আগে ঠিক মতো অনুশীলন করতে পারছিলেন না নাদিম। আধুনিক একটিও জ্যাভলিন ছিল না তাঁর কাছে। গত সাত আট বছর ধরে একটি জ্যাভলিন নিয়েই বিভিন্ন প্রতিযোগিতায় নামছিলেন আরশাদ। যেই সমস্যার কথা পাঁচ মাস আগে জানিয়েছিলেন পাক অ্যাথলিট। তারপর নাদিমের সমস্যার সমাধান হয়। গত কয়েক মাস নিজেকে অনুশীলনে ডুবিয়ে রাখেন নাদিম। আর যার ফল গতকাল রাতে পেলেন তিনি।

নাদিমের এই থ্রোয়ে নীরজ-সহ ভারতবাসীর আশায় জল ঢেলেছে। তবে নাদিমের সঙ্গে নীরজের প্রতিযোগিতা ছেলেবেলা থেকেই। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছেন তাঁরা। এর আগে সব ক্ষেত্রেই বাজিমাত করেছেন নীরজ। তবে গতকাল তা হল না। তবে জানেন কি এই নাদিমের ছোটবেলায় স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। বাবার কাছে একটা ব্যাট আর বল-ও চেয়েছিলেন। খেলেছিলেন টেপ বল ক্রিকেট। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টেও খেলেছেন। তবে হঠাৎই নিজের ট্রাক বদলে ফেলেন নাদিম। যদিও সেটা আশির্বাদ হয়েছে বলেই জানান প্যারিস অলিম্পিক্সের সোনার পদকজয়ী। তিনি বলেছিলেন, “ ক্রিকেটার না হওয়া আমার জীবনে আশীর্বাদের মতো। ক্রিকেটার হয়ে গেলে আমার আর অলিম্পিক্সে অংশ নেওয়াই হতো না।”

আরও পড়ুন- সোনা হাতছাড়া, অলিম্পিক্সে রুপো জয় করে কী বললেন নীরজ ?


spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...