Saturday, November 8, 2025

NEET-PG স্থগিতের আর্জি খারিজ! পড়ুয়াদের ‘স্বার্থে’ দরাজ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

“দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে ঠেলে দেওয়া যায় না”! নিট (NEET), পিজি (PG)র স্থগিতাদেশের আবেদন খারিজ করে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court Of India)। শুক্রবার মামলাকারী ৪ পড়ুয়ার আবেদন খারিজ করে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পাকাপাকিভাবে স্থগিত করে দিলে দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে। সেকারণেই মামলাকারীদের আবেদন উড়িয়ে পরীক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়কেই মান্যতা দিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, গত ৫ জুলাই ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানানো হয় আগামী ১১ অগাস্ট দু’দফায় ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এমন ঘোষণার পরই তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৪ পড়ুয়া। তাঁদের সাফ দাবি, এই পরীক্ষায় প্রথম থেকেই ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। ফের এই পরীক্ষা নেওয়া হলে তা কতখানি স্বচ্ছ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা। গত ২৩ জুন দেশজুড়ে নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই পরীক্ষার ২৪ ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়। এরপর গত ২৩ জুলাই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির ২০২৪ সালের পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

তবে সম্প্রতি মোদি সরকার এবং ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন সাফ জানিয়েছে, আগামী ১১ অগাস্ট দু’দফায় পরীক্ষা হবে এবং প্রশ্নপত্র ফাঁস আটকাতে দুঘণ্টা আগে তৈরি হবে প্রশ্ন। কিন্তু তাতেও কতখানি দুর্নীতি আটকানো যাবে বা আদৌ সেটা সম্ভব হবে কী না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, মোদি সরকারের সবকিছুই ভাঁওতাবাজি। পরীক্ষার দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি হলে তার যৌক্তিকতা নিয়েও উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...