Saturday, August 23, 2025

আদিবাসী নৃত্যে তাল, ধামসায় বোল: ঝাড়গ্রামের অনুষ্ঠানে মুগ্ধ করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

যেখানে যান সেখানকার সংস্কৃতিকে আপন করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না। অনুষ্ঠানে আদিবাসী পোশাক পরে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম (Jhargram) জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সোরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ বিশিষ্টরা।

মঞ্চে মহাত্মা গান্ধী ও আদিবাসী মনীষীদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সৃষ্টিশ্রী স্টল ঘুরে দেখেন। এর পর আদিবাসী পোশাক পরে শিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলায়। উপস্থিত সকলেই আনন্দে মেতে উঠে। এরপর ধামসা বাজিয়ে সকলকে চমকে দেন মমতা। আদিবাসী মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদিবাসী মানুষেরা যে সমাজের কোনও অংশে পিছিয়ে নেই। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আদিবাসীদের উন্নয়নে কী কী কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তাই তিনি জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানান।

বিশ্ব আদিবাসী দিবসে সমাজের সর্বস্তরের মানুষজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বলেন, ৯ অগাস্ট একটি বিশেষ দিন। বিশ্ব আদিবাসী দিবসের পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের দিন। ১৯৪২ সালের ৯ অগাস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ইংরেজি তুমি ভারত ছাড়ো। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর। মেদিনীপুরের মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেমচন্দ্র কানুনগো, সতীশ সামন্তর মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন। যাঁরা আজও আমাদের সকলের কাছে প্রণম্য। ভারতে ৯ অগাস্টের গুরুত্ব আলাদা।






spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...