আরজি কর মেডিক্যাল কলেজের সুপার বদলি, দায়িত্বে ডিন

আরজি করের নতুন সুপার হলেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। শুক্রবারের ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যও বুলবুল।

আরজি কর মেডিক্যাল কলেজের সুপারকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠের জায়গায় দায়িত্ব দেওয়া হল হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে। শুক্রবার হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই সুপারকে সরানোর দাবিতে সরব হয়েছিল সবপক্ষ । ঘটনার ৪৮ ঘণ্টা পর স্বাস্থ্য দফতর সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। রবিবার স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আরজি করের সুপারকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আরজি করের নতুন সুপার হলেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। শুক্রবারের ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যও বুলবুল।

প্রসঙ্গত, শুক্রবার সকালে আরজি করের চার তলায় সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসক সহ অন্যান্যরাও। এই ঘটনায় হাসপাতালে সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এক জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল চত্বরে ওই সিভিক ভলান্টিয়ার কী ভাবে ঢুকলেন, সকলের চোখের আড়ালে চার তলায় উঠে এমন কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে। এরই পাশাপাশি, আরজি কর হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং অচিকিৎসক কর্মীদের ছুটি বাতিল করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বর্তমান পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

 

Previous articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 
Next articleবিনেশের রুপোর পদকে নিয়ে আশাবাদী অলিম্পপিক্সে সোনার পদক জয়ী প্রাক্তন শুটার