Monday, August 25, 2025

বিচার বিভাগীয় তদন্ত দাবি, নিরাপত্তা চেয়ে জরুরি বিভাগ বন্ধ আর জি করে

Date:

Share post:

রবিবার থেকে আর জি কর হাসপাতালে জরুরি বিভাগ বন্ধ করে বিক্ষোভে নামলেন পড়ুয়া ডাক্তাররা। হাসপাতালে নিরাপত্তা, খুন-ধর্ষণের ঘটনার আসল দোষীদের শাস্তির দাবি করে আন্দোলন আরও বাড়ালেন তাঁরা। ইতিমধ্যেই আর জি করের সুপারকে বদল করা হলেও পড়ুয়াদের দাবি, প্রিন্সিপালকে অবিলম্বে সরাতে হবে। সেই সঙ্গে তাঁদের সব দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণের দাবিও জানালেন তাঁরা।

আর জি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়া ডাক্তারদের দাবি, পড়ুয়া ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনা একা ধৃত সঞ্জয়ের পক্ষে সম্ভব না। তাই পুলিশের গঠন করা ১১ সদস্যের কমিটির উপর ভরসা না রেখে বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেন তাঁরা। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনারও দাবি জানান বিক্ষোভে যোগ দেওয়া ডাক্তাররা। সেই সঙ্গে তাঁদের দাবি, প্রতিদিনের কাজের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে রবিবার হাসপাতালের বাইরেই অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখান তাঁরা।

রবিবারই রাজ্য স্বাস্থ্য দফতর আর জি করের সুপারকে বদলি করেছেন। কিন্তু স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তে আদৌ খুশি নন আর জি করের পড়ুয়া ডাক্তাররা। তাঁরা দাবি করেন আর জি করের অধ্যক্ষ একাধিক অভিযোগে দুষ্ট। তাঁর বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ ছিলি। তাই অধ্যক্ষ ও চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও পরিবর্তনের দাবি জানান তাঁরা। এই দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার কথাও জানান তাঁরা।

আর জি করের ঘটনায় মৃতা ডাক্তারি পড়ুয়ার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান বিক্ষুব্ধ ডাক্তাররা। কত ক্ষতিপূরণ দেওয়া হবে তাও প্রকাশ্যে আনার দাবি জানান তাঁরা। শনিবার রাতের পরে রবিবার ফের দফায় দফায় বৈঠক করেন আর জি করের ডাক্তারি পড়ুয়ারা। এরপরই বিকাল থেকে জরুরি বিভাগও বন্ধ করার সিদ্ধান্ত জানান তাঁরা।

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...