Thursday, August 28, 2025

এবার জলপথে চলবে নজরদারি, দুর্ঘটনা রুখতে দিঘা-মন্দারমণির জন্য ৮টি স্পিডবোেট চালাবে প্রশাসন

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো সমুদ্র সৈকতে দুর্ঘটনা ও পর্যটকদের মৃত্যু ঠেকাতে এবার স্পিডবোটে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। এর জন্য প্রাথমিকভাবে আটটি স্পিডবোট কেনা হচ্ছে। স্পিডবোটে থাকবে নুলিয়ারা। প্রতিটি বিচে চলবে নজরদারি।

প্রসঙ্গত, প্রশাসন বারবার সতর্ক করলেও সাম্প্রতিককালে সমুদ্রে ডুবে পর্যটক মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তাই সমুদ্র সৈকতের পাশাপাশি জলপথেও নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে দুর্ঘটনায় অনেকটাই রাশ টানা যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজও শুরু করা যাবে।

জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার বলেন, আটটি স্পিডবোট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে-জুলাই মাস পর্যন্ত দিঘা ও মন্দারমণিতে স্নান করতে নেমে ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পরপর এতগুলি মৃত্যুর ঘটনায় সমুদ্র সৈকতের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের দাবি, অনেক পর্যটক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে নেমে পড়েন। অ্যাডভেঞ্চার আর সেলফির নেশায় জীবনের ঝুঁকি নেন। নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামার জেরেও দুর্ঘটনা ঘটছে। এসব কারণেই নুলিয়ারা স্পিডবোটে প্রতিটি বিচে নজর রাখবেন। নিষেধাজ্ঞা চলাকালীন কেউ জলে নামলে তাঁদের তুলে দেওয়া হবে। সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকে। নিম্নচাপ ও কোটালের জেরে সমুদ্র ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই এসময়ে দুর্ঘটনাও বেশি ঘটে। এবার জলপথে নজরদারি শুরু হওয়ার ফলে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমবে, আশা জেলা প্রশাসনের।

আরও পড়ুন- হিন্ডেনবার্গ ইস্যু: যৌথ সংসদীয় কমিটি ও সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্তের দাবি ডেরেকের

 

spot_img

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...