Sunday, November 9, 2025

বাংলাদেশ থেকে মুছে গেলেন ঋত্বিক ঘটক, ধুলিস্যাৎ প্রয়াত কিংবদন্তির বাড়ি!

Date:

Share post:

পদ্মাপাড়ের অস্থির সময়ে নিজের জন্মভূমিতে চিরকালের মতো অস্তাচলে ‘মেঘে ঢাকা তারা’র কালজয়ী স্রষ্টা। প্রবাদপ্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) শৈশব, কৈশোর, তারুণ্যের সাক্ষী থাকা রাজশাহীর মিয়াপাড়ায় পৈতৃক বাড়ি মিশে গেল মাটিতে। দেশভাগের যন্ত্রণাকে সেলুলয়েডে বন্দি করেছিলেন যিনি,গত ৬ ও ৭ আগস্ট দুদিনে তাঁর বাড়ি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, হাসিনা সরকারের (Hasina Government) পতনের পর শহরের বেশ কয়েকটি পুরনো স্থাপত্য ভাঙ্গা হয়েছে। বাদ যায়নি ঋত্বিক ঘটকের স্মৃতিবিজরিত বাড়িটিও। অভিযোগের আঙ্গুল হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আনিসুর রহমানের (Anisur Rahman) দিকে।

রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজে পড়াশোনা করার পর সপরিবারে কলকাতায় চলে আসেন ঋত্বিক ঘটকরা। ১৯৮৯ সালে তাঁর পৈতৃক বাড়ির কিছুটা অংশ রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজকে লিজে দেওয়া হয়। যদিও দক্ষিণের ঘরে তখনও সেভাবে হাত পড়েনি। বছর চারেক আগে সাইকেলের গ্যারেজ তৈরির জন্য কলেজ কর্তৃপক্ষ বাড়িতে ভাঙার সিদ্ধান্ত নিলে প্রতিবাদের ঝড় ওঠে বাংলাদেশে। পরিস্থিতি সামাল দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়। কমিটি তৈরি করে পুরনো বাড়ি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এসবের মাঝেই গত ৬ এবং ৭ আগস্ট বাড়িটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। খবর প্রকাশ্যে আসা মাত্রই মন খারাপ ঋত্বিক অনুরাগীদের। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ অবশ্যই এই ঘটনার দায় অস্বীকার করেছেন। রাজশাহীর জেলা প্রশাসক শামিম আহমেদ (Shamim Ahmed) জানান গোটা বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।


spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...