ছত্তিশগঢ়ে ছাত্রীকে তাড়া করে পিটিয়ে মারল যুবক

প্রতীকী ছবি

মেয়েদের স্কুল ছুটি হতেই এক ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করে বেশ কয়েকজন যুবক। তাকে কটূক্তিও করা হয়। প্রতিবাদ করায় ওই যুবকদের মধ্যে ভিকি নামে এক জন ছাত্রীর উপর হামলা চালায় বলে অভাযোগ।‌ ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের কবীরধাম জেলার বাহমনি গ্রামে।

হাতে লাঠি নিয়ে তাকে তাড়া করেন। যুবকের হাত থেকে বাঁচতে ছাত্রীটি রাস্তা দিয়ে ঊর্ধবশ্বাসে দৌড়তে শুরু করেন। তার পিছু পিছু ধাওয়া করে ওই ছাত্র।

পথচারীদের কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি। প্রায় এক কিলোমিটার রাস্তা ছাত্রীটিকে তাড়া করার পর তাকে ধরে ফেলেন ভিকি। অভিযোগ, তার পর ছাত্রীটিকে মাটিতে ফেলে লাঠি দিয়ে মাথায় মারা হয়। এর পর ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 

Previous articleবাংলাদেশ থেকে মুছে গেলেন ঋত্বিক ঘটক, ধুলিস্যাৎ প্রয়াত কিংবদন্তির বাড়ি!
Next articleস্বাধীনতা দিবসেও চূড়ান্ত অপদার্থতা রেলের, মোদিরাজ্যে বড়সড় দুর্ঘটনা এড়াল মুম্বইগামী এক্সপ্রেস!