স্বাধীনতা দিবসের (Independence Day) দিনেও চূড়ান্ত অপদার্থতা ভারতীয় রেলের (Indian Railways) অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আহমেদাবাদ-মুম্বই ডবল ডেকার এক্সপ্রেস (Double Decker Express)। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন মোদি রাজ্য গুজরাটের(Gujrat) ভদোদরা স্টেশনের কাছে গোথানগাম ইয়ার্ডে দোতলা ট্রেনের মূল অংশ থেকে দু’টি কামরা পৃথক হয়ে যায় বলে খবর। সূত্রের খবর, চলন্ত ট্রেন থেকে একেবারে আলাদা হয়ে যায় দুটি এসি কামরা। তবে বরাতজোরে বড়সড় বিপদ এড়ানো গেলেও, এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পশ্চিম রেল।
পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৮টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। দু’টি কামরা ট্রেনের মূল অংশ থেকে আলাদা হয়ে যায়। আর তার জেরেই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন যাত্রীরা। তবে প্রাথমিক অনুমান, দু’টি কামরার মাঝে কপলারে সমস্যার কারণে এই দুর্ঘটনা। যদিও এখনও পর্যন্ত রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এক্সপ্রেসের চালক ও অন্যান্য রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আসে। এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকেরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ইতিমধ্যে সামনের ও পিছনের অংশ নিকটবর্তী প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে। তবে এদিন আচমকা বিপত্তির কারণে ট্রেন চলাচল বিঘ্ন হয়। ৭৮ তম স্বাধীনতা দিবসের যাত্রী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে মোদি সরকারের রেল।