এবার রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দায়িত্ব দেওয়া হল ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের (West Bengal Financial Corporation)। চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন তিনি। এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার (Abhirup Sarkar)। তাঁর মেয়াদ ৩০ অগাস্ট শেষ হচ্ছে। এবার তাই চেয়ারম্যান পদে আসছেন হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। বৃহস্পতিবার নবান্ন সূত্রে এই খবর মিলেছে।

MSME সেক্টরকে ঋণ দান করে এই নিগম। গত কয়েক বছরে এই নিগম লাভের মুখ দেখছে বলে নবান্ন সূত্রে খবর। এতদিন চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার (Abhirup Sarkar)। কিন্তু এই পদে পর পর দুটি টার্মের বেশি কেউ থাকতে পারেন না। সেই কারণেই অভিরূপের জায়গাতে আনা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে।

