Thursday, November 6, 2025

“মমতাদি কাউকে আড়াল করেননি, এটা টার্গেট করে চক্রান্ত“

Date:

Share post:

আর জি কর-কাণ্ড নিয়ে পরিকল্পিত প্লট করে, মিথ্যে অভিযোগে, তথ্য বিকৃতি করে লোক খ্যাপাচ্ছে বাম-রাম। আর জি করের ঘটনা নিয়ে কিছুই আড়াল করার চেষ্টা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সেই সময় বাইরে ছিলেন। ঝাড়গ্রামে থেকে ফিরছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে প্লট সাজিয়ে চক্রান্ত করছে রাম-বাম। আর তার সঙ্গে যুক্ত হয়েছে সংবাদ মাধ্যমের একাংশ। শনিবার, স্পষ্ট ব্যাখ্যা করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।কুণাল সাফ বলেন, মমতাদি (Mamata Banerjee) কখনও কোনও অন্যায়কে সমর্থন করেননি। আর জি কর-কাণ্ডে অনেকেই বলেছেন বিলম্ব হয়েছে। যদি সেটা হয়েও থাকে, তবে সেটা হয়েছে হাসপাতালে। বাংলার মুখ্যমন্ত্রী সেই সময় ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন। খবর পাওয়া মাত্র দ্রুত পদক্ষপ নেন তিনি। যা যা করণীয় করেছেন। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। মৃতা চিকিৎসকের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন। আর জি কর হাসপাতালের (R G Kar Madical College And Hospital) এমএসভিপি থেকে শুরু করে অধ্যক্ষ সবার বদলি করেছেন। ঘটনার তীব্র প্রতিবাদ করে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদি কোথাও কোনও বিলম্ব হয়ে থাকে, সেটা হয়েছে হাসপাতালে। সেখানে যদি কোনও তথ্য বিভ্রান্তির ঘটনা ঘটে, সেটা হাসপাতালে ঘটেছে। মমতাদি তো সেই সময় কলকাতাতেই নেই- ব্যাখ্যা করে বলেন কুণাল।

একই সঙ্গে কুণাল জানান, এই ঘটনার সঙ্গে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যুক্ত কি না তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। সেই কারণে তাঁর অন্য জায়গায় কাজে যোগ দেওয়ায় কোনও সমস্যা থাকতে পারে না। তবে, বদলির তিনঘণ্টার মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যালে অধ্যক্ষ পদে পাঠানোর বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। কারণ, তাঁকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। আর সেই ক্ষোভে উস্কানি দিচ্ছে বাম-রাম ও একশ্রেণির মিডিয়া।

একই সঙ্গে আর জি করের (R G Kar Madical College And Hospital) সেমিনার রুমের কাছে পিডব্লিউডি-র ভাঙচুরের ঘটনাও সময়োপযোগী নয় বলে মন্তব্য করেন কুণাল। তিনি স্পষ্ট জানান, সেমিনার রুম একেবারে অক্ষত আছে। কিন্তু তার কাছেই কোনও নির্মাণের কাজ শুরু করা ঠিক হয়নি। এতে বিভ্রান্তি ছড়িয়েছে। অবিশ্বাস করার সুযোগ থাকছে। আর সেটা নিয়ে বামেরা কুৎসা ছড়াচ্ছে- এর তীব্র নিন্দা করেছেন কুণাল। তাঁর অভিযোগ, অরাজরকতা প্লট তৈরি করে অশান্তির চেষ্টা করছে রাম-বাম। লোক খ্যাপানো হচ্ছে। বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে কুণালের অনুরোধ, এই ফাঁদে পা দেবেন না।






spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...