Tuesday, August 26, 2025

তথ্য গোপন করছে সঞ্জয়? আর জি কর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ পলিগ্রাফ চায় সিবিআই

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফিক টেস্ট করাতে চায় সিবিআই। জেরার মুখে ধৃত সঞ্জয় সঠিক সত্যি কথা বলছে কি না, তদন্তের স্বার্থে সে ব্যাপারে নিশ্চিত হতেই এই পদক্ষেপ বলে সিবিআই সূত্রে খবর। পাশাপশি, সঞ্জয় কোনও কিছু গোপন করে থাকলে সেটাও এই প্রক্রিয়ায় উঠে আসবে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

এদিকে ধৃত সঞ্জয়ের মানসিক অবস্থা যাচাই করতে দিল্লির এআইএমএস থেকে মনোবিদ নিয়ে এসেছে সিবিআই। তাঁদের দিয়ে ধৃতের ‘ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট’ করানো হয়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে খবর। সঞ্জয়ের যে মানসিক বিকৃতি রয়েছে, তার ইঙ্গিতও মিলেছে। আজ, সোমবার আবার এই পরীক্ষা করানো হবে।

অন্যদিকে, আর জি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাচ্ছে সিবিআই। এই পরীক্ষার রিপোর্ট হাতে এলে জানা যাবে, তিনি কোনও নথি উড়িয়ে দিয়েছেন কি না। পাশাপাশি, তিনি অফিসে যে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করতেন, সেটিরও ফরেন্সিক পরীক্ষা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। গুরুত্বপূর্ণ কোনও ফাইল তিনি কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। সেই সঙ্গে হাসপাতালের চেস্ট মেডিসিনের প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ অন্যদের মোবাইলও ফরেন্সিক পরীক্ষা হবে।

আরও পড়ুন:RG Kar কাণ্ডে গ্রেফতার ৩৭! আরও এক চিকিৎসককে তলব লালবাজারের 

 

spot_img

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...