তিন তালাক আইন মুসলিম মহিলাদের রক্ষক হয়নি: আদালতে দাবি কেন্দ্রের

তিন তালাক নিয়ম সামাজিকভাবে বিয়ের গুরুত্বকে কমিয়ে দিয়েছিল। সেই সঙ্গে মুসলিম মহিলাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল

২০১৭ সালে কেন্দ্রের তিন তালাকের যে আইন ছিল তা কোনওভাবে মুসলিম মহিলাদের সামাজিকভাবে রক্ষা করতে পারেনি। সুপ্রিম কোর্টে তিন তালাক আইন বিরোধী মামলার উত্তরে জানালো কেন্দ্র। ২০১৯ সালে তিন তালাক বিরোধী আইনের প্রতিরোধ করতে গিয়ে মুসলিম বিবাহ বিচ্ছেদের ঘটনার উদাহরণ তুলে ধরেন কেন্দ্রের আইনজীবী।

তিন তালাক নিয়ম সামাজিকভাবে বিয়ের গুরুত্বকে কমিয়ে দিয়েছিল। সেই সঙ্গে মুসলিম মহিলাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তাঁদের পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও উপায় খোলা থাকত না, আদালতে দাবি করে কেন্দ্র। মুসলিম মহিলাদের সামাজিক সম্মান রক্ষা করতে তাই ২০১৯ সালে তিন তালাক বিরোধী আইন আনা হয়।

এই আইনের বিরোধিতায় মুসলিমদের সংগঠন এই আইনকে সংবিধান বিরোধী বলে দাবি করেন। কেন্দ্রের দাবি, ২০১৭ সালে তালাককে সংবিধান বিরোধী বলা হলেও তাতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা কমানো যায়নি। তাই তিন তালাককে আইনানুগ অপরাধের তালিকায় নিয়ে আসা হয়।

Previous articleকবে মাঠে ফিরবেন শামি ? জানালেন বোর্ড সচিব
Next articleজার্মানিতে শিশুকন্যার ধ.র্ষক ও খু.নিকে আদালতে গু.লি করে খু.ন মায়ের, আরজি কর কাণ্ডে ফের চর্চায়