ফের একই লাইনে দুটি ট্রেন! NJP-র কাছে গার্ডের তৎপরতায় অল্পের জন্য রক্ষা

বারবার দুর্ঘটনা। কখনও অল্পের জন্য রক্ষা। অথচ রেল পরিষেবা নিয়ে চূড়ান্ত উদাসীন কেন্দ্রের মোদি সরকার। গত কয়েক মাসে পর পর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী থেকে শুরু করে মালবাহী ট্রেন। এই তালিকায় এবার দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। সোমবার সকালে NJP থেকে আড়াই কিলোমিটার দূরে সাহুডাঙ্গির কাছে তেলের ট্যাংকারের পিছনে এসে যায় রাজধানী। গার্ডের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।এদিন সকালে তেলের ট্যাংকারের পিছনে একই লাইনে চলে আসে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। বিষয়টি নজরে আসে তেলের ট্যাংকারের গার্ডের। তাঁর তৎপরতায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে রাজধানী। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রূপাই সাহা বলেন, “হঠাৎবিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন (Train) থেমে যায়। একই লাইনেই দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।“

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা। তদন্তের নির্দেশ দিয়েছে রেল। কিন্তু বারবার একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার দুর্ঘটনাতেও উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেলদোল নেই। কেন্দ্রীয় বাজেটেও রেল সুরক্ষা নিয়ে ন্যূনতম বরাদ্দ করা হয়েছে। এই পরিস্থিতিতে ফের সমালোচনা মুখে কেন্দ্রীয় সরকার।






Previous articleসংবর্ধনা অনুষ্ঠানে জ্ঞা.ন হারালেন বিনেশ, ভাইরাল ছবি, কেমন আছেন ভারতীয় কুস্তিগির ?
Next articleপ্রকাশ্যে আর জি করে নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্ট! কী কী তথ্য উঠে এলো?