বিরাট-রোহিতদের দলীপ ট্রফিতে না খেলা নিয়ে মুখ খুললেন গাভাস্কর, কী বললেন তিনি ?

গাভাস্কর বলেন, “রোহিত ও বিরাটকে দলীপ ট্রফি থেকে বাদ রেখেছে নির্বাচকেরা।

সদ্য ঘোষণা হয়েছিল যে দলীপ ট্রফির জন্য দল। দলীপ ট্রফিতে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। প্রথমে বিরাট-রোহিতদের খেলার কথা জানালেও, বিসিসিআই সচিব পরে জানান দলীপ ট্রফিতে খেলবেন না বিরাট-রোহিত। বোর্ড সচিব জানিয়ে দেন, দুই অভিজ্ঞ ক্রিকেটারের খেলার প্রয়োজন নেই। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি জানান, দলীপে খেললে আরও লাভ হত বিরাট ও রোহিতের।

গাভাস্কর বলেন, “রোহিত ও বিরাটকে দলীপ ট্রফি থেকে বাদ রেখেছে নির্বাচকেরা। তার মানে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে একটাও ম্যাচ অনুশীলনের জন্য পাবে না ওরা। আমি বুঝতে পারছি, যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার যুক্তি আছে। কিন্তু ব্যাটারদের তো সেই সমস্যা নেই। ৩০ বছরের বেশি বয়স হয়ে গেলে ব্যাটারেরা যত খেলবে তত ফিট থাকবে। অনেক দিন না খেলার পরে হঠাৎ খেলতে নামলে ব্যাটে-বলে লাগানো সহজ নয়। সেটা কেন কেউ বুঝতে পারছে না জানি না।”

কয়েকদিন আগে বোর্ড সচিব জয় শাহ বলেছিলেন, “রোহিত ও বিরাটকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলার কোনও মানে নেই। এত ওদের চোট পাওয়ার ঝুঁকি থাকবে।”

আরও পড়ুন- কবে মাঠে ফিরবেন শামি ? জানালেন বোর্ড সচিব


Previous articleসন্ধে ৬টা, রাত ১১টা, ভোর ৪.৩০টা, তিনবার কেন হাসপাতালে সঞ্জয়? উঠে এলো বিস্ফোরক তথ্য
Next articleঘোষণা হল তৃণমূলের নয়া মিডিয়া কমিটি