পুলিশের অনুমতি না মেলায় মহারাজের জোড়া কর্মসূচি বাতিল

কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় কোনও মিছিলেই পা মেলাতে পারবেন না মহারাজ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জোড়া কর্মসূচি বাতিল হল।দুপুরে ময়দানে ক্রীড়াবিদদের সঙ্গে অবস্থানে সামিল হওয়ার কথা ছিল এবং সন্ধ্যায় দীক্ষামঞ্জরীর উদ্যোগে প্রতিবাদ মিছিলেও তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় কোনও মিছিলেই পা মেলাতে পারবেন না মহারাজ।

বুধবার আরজি করের প্রতিবাদে পথে নামেন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। ময়দানের গোষ্ঠপালের মূর্তির সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন। এই জমায়েতে যোগ দেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে এই অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার অনুমতি দেয়নি পুলিশ।

সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। বড়িষা প্লেয়ার কর্নারে জমায়েত হবেন সকলে, সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষামঞ্জরীর সামনে এসে থামবে এই মিছিল। কিন্তু এই মিছিলেও পা মেলাতে পারবেন না সৌরভ।

 

Previous articleবিজেপিশাসিত মধ্যপ্রদেশে আদিবাসী নিগ্রহ! ভিডিও ভাইরাল হতেই মুখরক্ষার চেষ্টা মোহন-সরকারের
Next articleএকলাফে বাড়ল ১৩ শতাংশ! সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস বেড়ে ৬ হাজার টাকা!