আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার রিপোর্ট দেবে সিবিআই

কোথাও আন্দোলন কোথাও বিক্ষোভ, দাবী একটাই ‘বিচার চাই’ । বিগত কয়েকদিনে কলকাতা তথা রাজ্যজুড়ে ঠিক এই স্লোগান হয়েছে। আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) মর্মান্তিক ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা করে একগুচ্ছ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। আজ লক্ষ্মীবারে দ্বিতীয় শুনানি। সুপ্রিম নির্দেশ মেনে আজ কী রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI), সেদিকে নজর গোটা দেশের।

কলকাতার আর জি কর হাসপাতালে (R Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। প্রথমে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ (KP) তারপর আদালতের (Calcutta High Court) নির্দেশে তা যায় সিবিআই-এর হাতে। এবার কলকাতা আদালতের থেকেও মামলা সরল সুপ্রিম কোর্টে (SC)। মঙ্গলবার প্রথম শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের পাশাপাশি সিবিআই কে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য দুদিনের সময় দিয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই সময়সীমা শেষ হচ্ছে আজ। দায়িত্ব নেবার পর ন’দিন কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কাউকে অ্যারেস্ট করতে পারিনি। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার জুনিয়র ডাক্তারদের তরফে সিজিও কমপ্লেক্সের (CGO) সামনে প্রতিবাদ সংগঠন করা হয়। ডাক্তারের মৃত্যুর ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তদন্তের আপডেট রিপোর্টে নতুন কোন নাম তুলে ধরবে গোয়েন্দা সংস্থা, সেটাই দেখার। একই সঙ্গে স্বাধীনতার মধ্যরাতে আর জি কর হাসপাতালে যে হামলার ঘটনা ঘটেছিল সেই হিংসার তদন্তের স্ট্যাটাস রিপোর্টও আজ সুপ্রিম কোর্টে জমা দেবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleToday’s market price আজকের বাজার দর