Tuesday, November 11, 2025

‘নবান্ন অভিযান’ নিয়ে সুপ্রিম-হস্তক্ষেপ চাইল রাজ্য, রাম-বাম ষড়যন্ত্রের বিরুদ্ধে তোপ কুণালের

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে মিশেছে রাজনীতির রং। প্রতিবাদ এখন বদলে গিয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে সুকৌশলে দলীয় রাজনীতির কুটিল অঙ্কে অভিমুখ বদলানোর খেলা শুরু করেছে রাম-বাম। এই পরিস্থিতিতে ছাত্রদের নাম দিয়ে ২৭ অগাস্ট নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ওই ‘নবান্ন চলো অভিযান’ নিয়ে শীর্ষ আদালতের (Supreme Court) হস্তক্ষেপ চাইল রাজ্য।এদিন ২৭ অগাস্ট ‘নবান্ন চলো অভিযান’ নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে রাজ্য। রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সুপ্রিম কোর্টে ‘নবান্ন অভিযান’ (Nabanna Abhijan) নিয়ে আবেদনও করা হয় রাজ্যের তরফে। পুরো বিষয়টি একটা গুরুতর জায়গায় পৌঁছেছে। প্রতিবাদ, মিছিল, মিটিং নিয়ে রাজ্য হলফনামাও জমা দেয় শীর্ষ আদালতে (Supreme Court)। শুনানিতে রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল বলেন, “এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ২৭ তারিখ একটা প্রতিবাদ মিছিল আছে। কোনও প্রতিবাদ মিছিলের আগে রাজ্য সরকারকে যেন জানানো হয় কোন রুটে এই মিছিল যাবে। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকতে হবে।” আশঙ্কা প্রকাশ করে সিব্বল বলেন, “ওরা পতাকা নিয়ে যায়, কিন্তু পতাকা খুলে নিলেই তো সেটা লাঠি হয়ে গেল। আমাদের কাছে ছবি আছে। আদালতের কাছে আর্জি যে, রাজ্য সরকারের পেশ করা স্ট্যাটাস রিপোর্ট দেখা হোক। এবং একটা নির্দেশ দিয়ে বলা হোক যেন এসওপি অনুসরণ করা হয়।”

বাম-রামের যৌথ ষড়যন্ত্রের ‘অশান্তি অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে ২৭ তারিখ- অভিযোগ শাসকদলের। অনেকটা যুবভারতীর সামনে যেমন করে রাজনৈতিক স্লোগান তোলা হয়েছিল ক্লাবের জার্সি গায়ে ক্লাবের আবেগকে সামনে রেখে। ছাত্র অভিযানের এই ডাকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে বিরোধী রাজনৈতিক দলের গভীর ষড়যন্ত্রের উদাহরণ। কোথাও বলা হচ্ছে বোমা-অস্ত্র নিয়ে যেতে হবে, মশলা নিয়ে যেতে হবে- আগুন জ্বালানোর কাজে আসতে পারে। আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এই পরিস্থিতিতে চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের বিচার পেতে হলে তার দাবি ন্যায়সঙ্গতভাবেই করা উচিত শীর্ষ আদালত বা সিবিআইয়ের কাছে। তবে নবান্ন অভিযানের ডাক কেন? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন? এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”যদি বলো Justice for RG Kor, তোমার আমার একই স্বর। যদি বলো Resign Mamata, বুঝে নেবে জনতা। ন্যায়বিচার না ইস্তফা, কোনটা দাবি? ন্যায়বিচার হলে সবাই আছি। ইস্তফার রাজনীতি হলে, ময়দানে দেখা হবে।” এর পরেই এই অভিযান নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করে কুণাল লেখেন, ”বিজেপি, আরএসএসের নেতৃত্বে সিপিএম, ডিওয়াই এফ, এসএফআই, কংগ্রেস বকলমে নবান্নের দিকে যাবে? কোচবিহার, বানতলা, ধানতলা, উন্নাও, হাথরাস, নির্ভয়া যাদের জমানায়, তারা প্ররোচনা দিচ্ছে রাজনৈতিক গোলমালের। গুলির কথাও বলছে। শকুনের রাজনীতির চক্রান্ত। মানুষ ন্যায়বিচার চান, কুরাজনীতি নয়।”






spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...