Sunday, January 11, 2026

আর জি করের ধর্ষক-খুনি ক্রিমিনাল সঞ্জয়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ বাংলা পক্ষর

Date:

Share post:

“কলকাতার আর জি কর মেডিকেল কলেজের পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও হত‍্যার ঘটনায় উত্তাল রাজ‍্য। আঁচ পড়েছে রাজনীতির ময়দানেও। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার ১০ দিন পরও সিবিআই বিহার থেকে আসা বহিরাগত সাঞ্জায় রাই ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি।” এই অভিযোগেই আজ, শুক্রবার শিয়ালদহ কোর্টের বাইরে বিরাট বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ (Bangla Pokho)।

এই সংগঠনের দাবি, কলকাতা পুলিশ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছিল সঞ্জয়কে। পোস্টমর্টেম রিপোর্টেও দেখা গেছে, নৃশংস ধর্ষণ ও খুনে যুক্ত সঞ্জয়। তাকে আজ শিয়ালদা আদালতে পেশ করে সিবিআই। তাই এই ঘৃণিত অপরাধীর ফাঁসির দাবিতে শিয়ালদা কোর্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করল বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ। আরও কেউ যুক্ত থাকলে তাদের গ্রেফতার করুক সিবিআই। তাদেরও ফাঁসি চায় বাংলা পক্ষ। ১১ দিন তদন্তভার নিয়েছে সিবিআই। আর কাউকে গ্রেফায়ার করতে পারলো না কেন সিবিআই? প্রশ্ন বাংলা পক্ষের (Bangla Pokho)।

শুক্রবার সঞ্জয়কে শিয়ালদা কোর্টে তোলা হবে এটা জেনেই প্রবল বৃষ্টির মধ্যেও সকাল থেকেই কোর্টের বাইরে বাংলা পক্ষর সদস‍্যরা জমায়েত করে। দাবি ওঠে, “বহিরাগত গুঠখা জন্তুর ফাঁসি চাই”। উপস্থিত ছিলেন স‌ংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস‍্য অরিন্দম চট্টোপাধ্যায়, মহ: সাহীন সহ শতাধিক সদস্য।

গর্গ চট্টোপাধ‍্যায় বলেন ” আমরা আমাদের বোনের ধর্ষণ ও হত‍্যার বিচার চাই। অপরাধীকে সঞ্জয় রায় বলে চালানোর চেষ্টা করেছে নানা মহল, বাংলা পক্ষ ধিক্কার জানায়। ক্রিমিনালের নাম সাঞ্জয় রাই। বহিরাগত গুঠখা জন্তুর ফাঁসি চাই, আগামিদিনে যেন কোন বহিরাগত গুটখা বাঙালি বোনের দিকে লোভের দৃষ্টিতে তাকানোর সাহস না পায়। বাঙালির বুকে আগুন জ্বলছে। আমাদের বোনের যে মর্মান্তিক পরিণতি হয়েছে, এই সাঞ্জয় রাইকে ফাঁসি দিতেই হবে। কাউকে আড়াল করা চলবে না।”

কৌশিক মাইতি বলেন, “আজ বাঙালি বোনের ধর্ষকের ফাঁসির দাবিতে একমাত্র বাংলা পক্ষ রাজপথে। অনেক মহল থেকে সাঞ্জায়ের বহিরাগত পরিচয় লুকানোর চেষ্টা হচ্ছে, এটা ধিক্কারজনক। অন্য কেউ যুক্ত থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার কিন্তু সাঞ্জয় রাই-ই। তাই তার ফাঁসি চাই।” তিনি আরও বলেন, “বাংলা পক্ষ রাজনৈতিক ফায়দা নয়, বাঙালি বোনের মৃত‍্যুর প্রকৃত বিচার চায়। আগামিদিনে আর যেন কোন বাঙালি বোনকে ‘তিলোত্তমা’ না হতে হয়, সেটা নিশ্চিত করতে চায়। সাঞ্জয় রাই ছাড়া আর কেউ যুক্ত থাকলে তাদেরও দ্রুত গ্রেফতার করুক সিবিআই।”

আরও পড়ুন: কাজে ফিরুন, রেসিডেন্ট চিকিৎসকদের নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর রাজ্য: আর্জি স্বাস্থ্যসচিব নিগমের

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...