বেডরুমে শ্রীলেখাকে ডেকে অশালীন আচরণ! কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি থেকে পদত্যাগ রঞ্জিতের

মহিলা হেনস্থা নিয়ে যখন সরব বাংলা, তখন পথে নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়া অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)এবার পরিচালক রঞ্জিতের (Ranjith)বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য নিজের বাড়িতে ডেকে শ্রীলেখাকে অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন মালয়ালম সিনেমার পরিচালক, সংবাদমাধ্যমের সূত্রে অভিযোগ প্রকাশ্যে আসতেই কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির (Kerala Chalachitra Academy)চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন পরিচালক।

আর জি কর কাণ্ডের পর থেকে দেশের সর্বত্র নারী সুরক্ষার দাবিতে সোচ্চার মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই ঠিক তখনই নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শ্রীলেখা। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে সক্রিয় ভাবে যোগদান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে তীব্র কটাক্ষ করে বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে অভিনেত্রী। এবার সমাজমাধ্যমে পরিচালকের কাছে নিগৃহীত হওয়ার কথা সমাজমাধ্যমে জানালেন শ্রীলেখা। তাঁর কথায়, মামুতি অভিনীত ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ সিনেমায় তাঁর অভিনয় করার কথা ছিল। এর জন্যই অভিনেত্রীকে কোচিতে ডাকা হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও ছিল। বিকেলে সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য পরিচালকের বাড়িতে তাঁকে ডাকা হয়। অভিনেত্রী সেখানে গেলে ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডেকে তাঁকে অশালীন ভাবে ছোঁয়ার চেষ্টা করেন রঞ্জিত বলেই বিস্ফোরক নায়িকা। এই ঘটনার পরই নাকি ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলেখা। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন রঞ্জিত দাবি করেন চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণণের উপস্থিতিতেই তিনি শ্রীলেখার সঙ্গে কথা বলেছিলেন। চরিত্র না পেয়েই অভিনেত্রীর এমন অভিযোগ বলেই জানান তিনি। কিন্তু পদত্যাগের কারণ খোলসা করেননি।


Previous articleবিরোধীদের বাক সংযমী হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর
Next articleভুয়ো খবর ঠেকাবে আইটি সেল, নতুন পন্থা তৃণমূলের