Thursday, July 3, 2025

যত কাণ্ড যোগীরাজ্যে! বিছানা ভেবে রেল লাইনেই ‘শান্তির ঘুম’, ‘কুম্ভকর্ণ’কে জাগাতে মাথা খারাপ চালকের 

Date:

Share post:

ঘুম পেলে কার মাথার ঠিক থাকে? যেখানে হোক শুয়ে পড়লেই হল। তবে এমন ঘুমের (Deep Sleep)কথা আগে কেউ শুনেছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে এই ঘুম কুম্ভকর্ণকেও হার মানিয়েছে। কিন্তু তিনি যে রেললাইনকে (Railway track) বালিশ ভেবে জড়িয়ে এভাবে ঘুমোবেন তা হয়তো কেউ কল্পনা করেননি। ঘুম ভাঙাতে সে একেবারে হুলস্থুল কাণ্ড। ট্রেনের হর্ন বাজিয়েও সেই ঘুমে ব্যাঘাত ঘটানো সম্ভব হয়নি। শেষমেশ এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থেকে নেমে কলিযুগের কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হল খোদ চালককে। উত্তরপ্রদেশের (Uttarpradesh) এমন ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দিনেদুপুরে রেললাইনে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি! লাইন দিয়ে ট্রেন আসতে পারে জেনেও সে এক অদ্ভুত শান্তির ঘুম। ওই ট্র্যাকে ট্রেন এলেও সেদিকে নজর ই পড়েনি যোগীরাজ্যের ওই কুম্ভকর্ণের। ট্রেনের চালক বারবার হর্ন বাজারেও তাঁর ঘুম ভাঙেনি। অগত্যা চালক ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে সরিয়ে পরিস্থিতি সামাল দেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইনে মাথা দিয়ে শান্তির ঘুম ঘুমোচ্ছেন এক ব্যক্তি। রোদ্দুর থেকে বাঁচতে মাথাটি আড়াল করে রেখেছেন ছাতা দিয়ে! তাঁর কয়েক হাত পিছনেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এরপর ট্রেন চালক রীতিমতো লাইনে নেমে ওই ব্যক্তির ঘুম ভাঙাচ্ছেন। ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ এমন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য ওই ব্যক্তির চরম সমালোচনা করেছেন, কেউ আবার বিদ্রুপের সুরে তাঁর ঘুমকে সাধুবাদ জানিয়েছেন।

তবে ঘুম ভাঙতেই ওই ব্যক্তি রীতিমতো হকচকিয়ে ওঠেন। নিজের ভুলের জন্য ক্ষমাপ্রার্থনাও করেন। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। কিন্তু রেল চালকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।


spot_img

Related articles

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার...

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে...