Sunday, December 21, 2025

সেমিফাইনালে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের, কী বললেন তিনি?

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন দল সবুজ-মেরুন। সেই ধারাই বজায় রাখতে চায় সবুজ-মেরুন। সেমিফাইনালে বিএফসি। প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জোসে মোলিনার। তবে তাঁর দলও তৈরী সেকথা জানাতে ভুললেন না সবুজ-মেরুন কোচ। জানিয়ে দিলেন নির্ধারিত সময় গোল তুলে নিতে চান তিনি।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। গত ম্যাচের মতো যদি খেলা টাইব্রেকারে যায় তার জন্যেও আমরা তৈরি। তবে লক্ষ্য থাকবে ম্যাচ ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করা। পাঞ্জাব ম্যাচের পর হাতে খুব বেশি সময় পাইনি। তার মধ্যে খেলোয়াড়দের সুস্থ করার চেষ্টা চালাচ্ছি। প্রায় সবাইকে পাব মঙ্গলবারের ম্যাচে। শুধু চোটের কারণে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে পাওয়া যাবে না। ওদের সুস্থ হতে আরও সময় লাগবে।”

সামনে বিএফসি । প্রতিপক্ষকে নিয়ে মোহনবাগান কোচ বলেন, “ বেঙ্গালুরু ভাল দল। ওদের হাতে ভাল খেলোয়াড় রয়েছে। কিন্তু সেমিফাইনাল সেমিফাইনালের মতোই। এটাকে ফাইনালের সঙ্গে তুলনা করতে চাই না। আগামি কালকের ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলতে পারব। তখন ফাইনাল নিয়ে ভাবব। সেখানেও ভাল একটা দলের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। কাল জিতলে ট্রফি পাব না। তাই কাল জিতে চাই। ফাইনালে ট্রফি জয় লক্ষ্য আমাদের।”

আরও পড়ুন- মোহনবাগান-বিএফসি ডুরান্ড সেমিফাইনাল ম্যাচে নিষেধ টিফো-ড্রাম-ব্যানার


spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...