বৃষ্টিস্নাত মঙ্গলের সকাল, দিনভর কেমন থাকবে আবহাওয়া

জন্মাষ্টমীর রাত থেকে একটানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্ভোগ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া , মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট। তবে মহানগরী এবং পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে বিকেলের পর থেকে কলকাতার আবহাওয়া বদলাবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৮ মিলিমিটার।


Previous articleআজ অনুমতিহীন নবান্ন অভিযান নিয়ে সতর্ক কলকাতা পুলিশ
Next articleনবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, পানাগড়- দুর্গাপুরে গন্ডগোলের ছবি