Thursday, November 6, 2025

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি সংরক্ষণ মামলার শুনানি 

Date:

Share post:

ওবিসি সংরক্ষণ মামলায় (OBC Certificate Case) নথি জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য, পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। এই কেসে প্রচুর মামলাকারী থাকায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) জানান যে এত নথি পর্যবেক্ষণের জন্য কিছুটা সময় প্রয়োজন। এরপরই রাজ্যের আবেদন মঞ্জুর করে আগামী সোমবার (২ সেপ্টেম্বর) মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ মামলায় ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্রগুলি বাতিলের নির্দেশ দেয়। এই সংখ্যাটা ছিল প্রায় ১২ লক্ষ। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, যাঁরা ইতিমধ্যেই ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন, বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না। কিন্তু সরকারি চাকরি বা অন্য কোনও ক্ষেত্রে সংরক্ষণের জন্য ওই শংসাপত্রগুলি ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও, কোন তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে ৭৭টি সম্প্রদায়কে OBC হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং রাজ্যের অনগ্রসর কমিশনের সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা হয়েছিল কিনা সেই বিষয়ে রাজ্যের হলফনামা চায়। সেই মামলার শুনানিতেই নথি জমা দিতে আরও কিছুটা সময় চাইল রাজ্য।


spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...