Saturday, January 10, 2026

বিজেপি শাসিত রাজ্যেই ছাত্র আত্মহত্যার রেকর্ড! NCRB-র রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

দেশে লাফিয়ে বাড়ছে ছাত্র আত্মহত্যার (Student Suicide) মতো ঘটনা। বর্তমানে তা রীতিমতো উদ্বেগের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। প্রতিবেদন রিপোর্টেই স্পষ্ট বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকে ছাপিয়ে গেছে এই সংখ্যা। সম্প্রতি এনসিআরবি একটি প্রতিবেদন রিপোর্ট সামনে এসেছে। সেখানেই এমন তথ্য উঠে এসেছে।

ছাত্র আত্মহত্যা: যে মহামারী আছড়ে পড়তে চলেছে ভারতে’ শীর্ষক ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দেশে সামগ্রিক আত্মহত্যার সংখ্যা বার্ষিক ২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ছাত্র আত্মহত্যার ঘটনাগুলি ততটা সামনে না এলেও ছাত্র আত্মহত্যার ঘটনা চার শতাংশ বেড়েছে। যা রীতিমতো উদ্বেগের। রিপোর্ট আরও বলছে, গত দু’দশকে, ছাত্রদের আত্মহত্যার হার বার্ষিক চার শতাংশ বেড়েছে বার্ষিক। যা জাতীয় আত্মহত্যার গড় পরিসংখ্যানের দ্বিগুণ। অন্যদিকে ২০২২ সালে মোট ছাত্র আত্মহত্যার ৫৩ শতাংশ পুরুষ ছাত্র ছিল। যা থেকে বলা যায়, ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে। তবে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে বলে খবর। এসব আত্মহত্যার ঘটনা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকেও পিছনে ফেলে দিল।

এনসিআরবি-র তথ্য সূত্রে খবর, গত এক দশকে ২৪ বছর বয়সিদের জনসংখ্যা কমেছে ১০ লক্ষ। এদিকে ছাত্র আত্মহত্যার সংখ্যা ৬৬৫৪ থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪!রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশকে এমন রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি! এই তালিকায় রাজস্থান রয়েছে ১০ নম্বরে, যার মধ্যে বড় সংখ্যক আত্মহত্যার খবর আসে কোটা থেকে। আইসি-৩ ও এক্সপোর বার্ষিক কনফারেন্সে এমন রিপোর্ট সামনে আনে এনসিআরবি।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...