Tuesday, November 4, 2025

মোটা রুটি নয়, এগ চাউ দিন! সঞ্জয়ের আবদারে জেলকর্মী বললেন “আপনি লাটসাহেব নাকি?”

Date:

Share post:

ফের রাতের খাবারে রুটি সব্জি! এক খাবার আর মুখে রুচছে না! জেল কর্মীদের কাছে এগ চাউ আর সঙ্গে একটু স্যালাড দেওয়ার আবদার আর জি কর কাণ্ডে বিচারাধীন বন্দি সঞ্জয় রায়ের। যদিও সঞ্জয়ের আবেদন কান দেয়নি প্রেসিডেন্সি জেল (Presidency Jail) কর্তৃপক্ষ। রাতে নির্দিষ্ট সময়ে প্রেসিডেন্সি জেলের অন্য বন্দিদের মতো ক্ষুব্ধ ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত সঞ্জয়ের সেলে পৌঁছে যায় রুটি-সব্জি।

জেল সূত্রের খবর, সাধারণ কয়েদিদের জন্য তৈরি রুটি-সব্জি দেখেই রাগে নাকি গজগজ করতে থাকে সঞ্জয়। বিরক্তি প্রকাশ করে থালা ঠেলে দিয়ে সেলের মধ্যে পায়চারি শুরু করে দেয়। বলতে থাকে, “মোটা রুটি, একই তরকারি…ধুর। রোজ রোজ একই খাবার ভালো লাগে!”

খবর মুখে তুলে শুয়ে পড়ে। এরপর জেল (Presidency Jail) কর্মীরা প্রথমের দিকে তাকে খেয়ে নেওয়ার জন্য বলতে থাকে। সঞ্জয় পাল্টা তাঁদের বলে, “এগ চাউমিন খেতে ইচ্ছে করছে।” একথা শুনে জেলকর্মীরা কিছুটা উত্তেজিত হয়েই বলেন, “আমাদের কাছে সব বন্দিই সমান। তাই সবাই যা খাবার খাবে, আপনাকেও তা খেতে হবে। আপনি কোনও লাটসাহেবের নাতি নন। খেলে খাও, না খেলে কিছু করার নেই।”

অসমর্থিত সূত্রের খবর, জেল কর্তৃপক্ষের কাছে খবরের কাগজ চেয়েছে সে। সেই দাবি অবশ্য মেনে নিয়ে সঞ্জয়কে রোজ খবরের কাগজ দেওয়া হয়। কাগজে আর জি কর কাণ্ডের যাবতীয় খবর খুঁটিয়ে পড়ে সে। সঞ্জয়ের সেলের বাইরে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্যই এই সতর্কতা।

আরও পড়ুন:দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি NHRC-র

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...