Tuesday, August 12, 2025

মিলবে প্যান কার্ড! জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন LGBTQ-রাও

Date:

Share post:

এবার থেকে ব্যাঙ্কে (Bank) জয়েন্ট অ্যাকাউন্ট (Joint Account) খুলতে আর কোনও বাধা নেই এলজিবিটিকিউ (LGBTQ) সম্প্রদায়ের নাগরিকদের। বুধবার এক নির্দেশিকা জারি করে এমনই ঘোষণা কেন্দ্রের। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা অ্যাকাউন্টে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কাউকে নমিনি হিসাবেও নথিভুক্ত করাতে আর কোনও সমস্যা নেই বলে জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফেও একই বিবৃতি জারি করা হয়েছে। কিন্তু আচমকা কেন্দ্রের এমন সিদ্ধান্ত নিয়ে সরব বিরোধীরা। বিরোধীদের দাবি এবার এলজিবিটিকিউ সম্প্রদায়ের নাগরিকদের ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ফায়দা তুলতে মরিয়া মোদি সরকার। তবে কেন্দ্রের দাবি, মানুষের উন্নতিকল্পে এই সিদ্ধান্ত।

গত ২৮ আগস্ট কেন্দ্রের অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে উল্লেখ, কেন্দ্র স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কোনও সদস্যের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। সমকামী সম্পর্কে থাকা সঙ্গীকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনিও করা যাবে। তবে ২০১৫ সাল থেকেই আরবিআই এই সুযোগের ব্যবস্থা করেছে। অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে মহিলা এবং পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের বিকল্প রাখতে নির্দেশ দিয়েছিল আরবিআই।

তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি রূপান্তরকামীদের জন্য প্যান কার্ড তৈরিতেও নতুন নিয়ম শুরু করছে কেন্দ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়, প্যান কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় নথি হিসাবে ব্যবহার করা যাবে রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্র।


spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...