Wednesday, November 12, 2025

দিল্লিতে গিয়ে ষড়যন্ত্র! অমিত শাহের দরবারে রাজ্যপাল বোস

Date:

Share post:

বাংলাকে বদনাম করার যত চক্রান্ত বিজেপি বারবার করেছে তাতে সামিল হয়েছেন বাংলারই রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর জি করের ঘটনা নিয়ে যখন সিবিআই তদন্তে কোনও কিনারা হচ্ছে না, তখন রাজনীতির হাওয়া গরম করার খেলায় নেমেছে বিজেপি। সেই রাজনীতির বাজারে ষড়যন্ত্র আরও মজবুত করতে এবার আসরে রাজ্যপাল বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলা বিরোধী পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে ছিলেন আনন্দ বোস। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপারিশ করলেন আনন্দ বোস।

আর জি কর কান্ডের পরিপ্রেক্ষিতে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আগেই সুপারিশ পাঠিয়েছেন বাংলার রাজ্যপাল। সেই বিষয়ে এখনও পদক্ষেপ নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সুপারিশেরই কি হল, সরেজমিনে খতিয়ে দেখতে আরও একবার দিল্লিতে এসে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র জারি রাখলেন বাংলার রাজ্যপাল। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, শুক্রবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ ঘন্টা খানেকের এই বৈঠকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের তদবির করেছেন রাজ্যপাল।

এর পাশাপাশি রাজ্যে অবিলম্বে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য অনুরোধ করেছেন আনন্দ বোস, দাবি সরকারি সূত্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন বোস। আর জি করের ঘটনা নিয়ে রাজ্য বিজেপির কর্মসূচির উপর ভরসা হারিয়ে এবার অমিত শাহকেই রাজ্যে এসে বক্তব্য রাখার বার্তা দেন আনন্দ বোস। স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি এবারের দিল্লি সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাত করার পরিকল্পনা আছে বাংলার রাজ্যপালের, দাবি সূত্রের।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...