আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে উত্তপ্ত কলকাতা পুরসভা, মেয়র বললেন ‘নাটক’

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের ঘটনার জেরে গোটা রাজ্যে তুমুল বিক্ষোভ আছড়ে পড়েছে। গর্জে উঠেছেন চিকিৎসক মহল। অপরাধীর শাস্তির দাবিতে রাজপথে মিছিল নামে। এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে নানা এলাকার সমস্যা ও কাজের খতিয়ান তুলে ধরার সময় বিচারের দাবিতে সরব হন বিরোধী কাউন্সিলররা।

নীরবতা পালনও হয়। শোকপ্রস্তাবও পাঠ হয়। কিন্তু বিরোধী কাউন্সিলররা দাবি করেন, ‘‌আজকের কলকাতা পুরসভার অধিবেশন আরজি কর হাসপাতালের নিহত মেয়েটির কথা ভেবে মুলতুবি করতে হবে।’‌ যা মানতে চাননি মেয়র।কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌ওঁরা কার কাছে বিচার চাইছেন? তদন্ত করছে সিবিআই। তারা কেন্দ্রীয় সরকারের অধীন। তাছাড়া যাঁরা গুজরাটের ধর্ষণকারীদের জেল থেকে ছাড়িয়ে মালা পরিয়ে বরণ করেন এবং উৎসব করেন, তাঁদের প্রতিনিধি হয়ে এখানে নাটক করার কোনও যুক্তি নেই।’‌অ্যাক্টিং চেয়ারপার্সন অরূপ চক্রবর্তী বলেন, ‘‌আর জি কর হাসপাতালের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কোনওভাবেই নাগরিক পরিষেবা বন্ধ থাকতে পারে না। সাধারণ মানুষের জন্য জল, আলো, রাস্তার বন্দোবস্ত করতে অঙ্গীকারবদ্ধ কলকাতা পুরসভা।

 

Previous articleনেত্রী – অভিষেক দীর্ঘ বৈঠক
Next articleঅনুমান সঠিক, মুক্তির নির্দেশ ছাত্রনেতা সায়নকে