Friday, August 22, 2025

শুক্রবার সেচ দফতরে, শনিবারই রাজ্যের মুখ্যসচিবের পদে মনোজ পন্থ

Date:

Share post:

অবসর গ্রহণ করলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। কেন্দ্র সরকার তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর না করায় শনিবারই তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। সম্প্রতি আর জি করের ঘটনা নিয়ে রাজনৈতিকভাবে উত্তপ্ত করার প্রচেষ্টা চলছে বাংলায়। সেই পরিস্থিতিতে দায়িত্বে থাকা পুরোনো আধিকারিকদের বহাল রাখার দিকেই মত রাজ্য প্রশাসনের। তাই মুখ্যসচিব পদেও পরিবর্তন চায়নি রাজ্য। সেই মতো গোপালিকার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমোদন করেনি মোদি সরকার।

লোকসভা ভোটের মধ্যেই ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু ভোট চলাকালীন কেন্দ্রের অনুমোদন ক্রমে তাঁর মেয়াদ তিন মাস বাড়ানো হয়। সেই তিন মাসের বর্ধিত মেয়াদ শেষ শনবার ৩১ অগস্ট শেষ হয়েছে। সেকারণে এদিন বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নতুন মুখ্য সচিবের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য শুক্রবারই মনোজ পন্থকে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের পদ থেকে সেচ দফতরের সচিব পদে বদলি করা হয়। তিনি ১৯৯১ ব্যাচের আইএসস আধিকারিক। প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন ছিলেন তিনি।

শুক্রবারই সচিব স্তরে বেশ কিছু রদবদল করা হয়। অর্থ সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মনোজ পন্থকে। পরিবর্তে রাজ্যের নতুন অর্থ সচিব করা হয় অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। প্রভাত কুমার মিশ্র এতদিন সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন।এতদিন অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার রোশনি সেন মৎস্য দফতরের সচিব পদে ছিলেন। তা ছাড়া পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁকে জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...