Sunday, November 9, 2025

শুক্রবার সেচ দফতরে, শনিবারই রাজ্যের মুখ্যসচিবের পদে মনোজ পন্থ

Date:

Share post:

অবসর গ্রহণ করলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। কেন্দ্র সরকার তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর না করায় শনিবারই তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। সম্প্রতি আর জি করের ঘটনা নিয়ে রাজনৈতিকভাবে উত্তপ্ত করার প্রচেষ্টা চলছে বাংলায়। সেই পরিস্থিতিতে দায়িত্বে থাকা পুরোনো আধিকারিকদের বহাল রাখার দিকেই মত রাজ্য প্রশাসনের। তাই মুখ্যসচিব পদেও পরিবর্তন চায়নি রাজ্য। সেই মতো গোপালিকার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমোদন করেনি মোদি সরকার।

লোকসভা ভোটের মধ্যেই ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু ভোট চলাকালীন কেন্দ্রের অনুমোদন ক্রমে তাঁর মেয়াদ তিন মাস বাড়ানো হয়। সেই তিন মাসের বর্ধিত মেয়াদ শেষ শনবার ৩১ অগস্ট শেষ হয়েছে। সেকারণে এদিন বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নতুন মুখ্য সচিবের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য শুক্রবারই মনোজ পন্থকে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের পদ থেকে সেচ দফতরের সচিব পদে বদলি করা হয়। তিনি ১৯৯১ ব্যাচের আইএসস আধিকারিক। প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন ছিলেন তিনি।

শুক্রবারই সচিব স্তরে বেশ কিছু রদবদল করা হয়। অর্থ সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মনোজ পন্থকে। পরিবর্তে রাজ্যের নতুন অর্থ সচিব করা হয় অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। প্রভাত কুমার মিশ্র এতদিন সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন।এতদিন অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার রোশনি সেন মৎস্য দফতরের সচিব পদে ছিলেন। তা ছাড়া পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁকে জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

spot_img

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...