Thursday, August 21, 2025

‘শিবদ্রোহী’ বিজেপির ক্ষমা নেই, মূর্তি ভাঙায় মুম্বই কাঁপালো মহা বিকাশ আঘাড়ি

Date:

Share post:

ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অহংকারী দেশের প্রধানমন্ত্রীকে মাথা নত করতে বাধ্য করেছে বিরোধীরা। তারপরেও ছত্রপতির মূর্তি ভাঙার ক্ষোভ ভুলতে পারছে না মুম্বই তথা মহারাষ্ট্র। বিরোধী জোট ‘জুতো মারো কর্মসূচি’ নিয়ে মুম্বইয়ের রাস্তায় নামল রবিবার। একদিকে মূর্তি তৈরিতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন মহা বিকাশ আঘাড়ির নেতৃত্ব, অন্যদিকে সেই মূর্তি ভাঙার কারণ তুলে ধরতে যে ঠুনকো যুক্তি বিজেপি দিয়েছে, তার রাজনৈতিক সমালোচনা করা হয়। সেই সঙ্গে এখান থেকেই নির্বাচনের প্রস্তুতিও শুরু করল বিরোধীরা।

হুতাত্মা চক থেকে গেট ওয়ে অব ইন্ডিয়া পর্যন্ত হয় বিরোধীদের মহামিছিল। স্লোগান ওঠে, শিবদ্রোহীদের ক্ষমা নেই। উপস্থিত ছিলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, এনসিপি নেতা (শারদ পাওয়ার গোষ্ঠী) শারদ পাওয়ার ও মহারাষ্ট্র কংগ্রেস প্রধান নানা পাটোলে। উত্তেজনার আশঙ্কা করে একনাথ শিণ্ডে সরকার মুম্বইয়ের রাস্তায় ব্যাপক পুলিশ মোতায়েন করে। গেট ওয়ে অব ইন্ডিয়ায় পর্যটকদের জন্যও নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রায় ৮ মাস আগে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় শিবাজীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল ৩৬০০কোটি টাকা খরচ করে। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ অগাস্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই মূর্তি। মূর্তি তৈরি ও বসানোর কাজ পাওয়া জয়দীপ আপ্তে ও চেতন পাটিলের নামেও জালিয়াতির এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশের জালে ধরা পড়েছিলেন চেতন। তবে বিরোধীদের দ্রোহ কমেনি। তাঁদের বক্তব্য, চমক দেখাতে গিয়ে কোনও রকম প্রস্তুতি ছাড়াই বরেণ্য ব্যক্তিদের মূর্তি স্থাপন করে ডবল ইঞ্জিন সরকার। কিন্তু শ্রদ্ধার বদলে রন্ধ্রে রন্ধ্রে থাকে দুর্নীতি। মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেলে দেখভাল করা হয় না বলেও অভিযোগ। বিরোধীদের দাবি, শিবাজীকে সম্মান প্রদর্শনের বদলে আসলে অশ্রদ্ধাই করা হয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...